প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ৩:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১০, ২০২১, ৬:৪২ পি.এম
সস্তায় সোনা পেতে চোরের সাথে বন্ধুত্ব
সোমেন সরকার নিজস্ব প্রতিবেদকঃ
স্বর্ণের বর্তমান বাজার মূল্য ভরিপ্রতি ৬৫/০৭ হাজার টাকা প্রায় আর তাই হাজারী গলির জনৈক প্রণব চোরদের কাছ থেকে স্বর্ণ কিনেন অর্ধেক মূল্যে। চোর চুরি করতে পারুক আর না পারুক চোরদের বিপদে-আপদে টাকা পয়সা দিয়ে পাশে থাকেন এই স্বর্ণ ব্যবসায়ী।
নন্দকানন এলাকার ৩০ ভরি, সিরাজউদ্দৌলা রোডের ৪০ ভরি ও রহমতগঞ্জের ৬ ভরি স্বর্ণ চুরির ঘটনায় দুই চোরকে আটকের পর বেরিয়ে আসে এই রহস্য। প্রায় ৭০০ চুরির অভিজ্ঞতাসম্পন্ন শরীফ ও জলিলকে আটক করে কোতোয়ালি থানা পুলিশ।শুক্রবার (১০ সেপ্টম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেজাম উদ্দিন।তিনি বলেন,
শরীফ এবং জলিল আগে সিএনজি অটোরিকশা রিজার্ভ করে বাড়ি-ঘর সার্ভে করতো। এখন তারা রিকশায় চড়ে সন্ধ্যায় দেখে কোন ফ্ল্যাটে আলো জ্বলে কোন ফ্ল্যাটে আলো জ্বলে না। যেসব ফ্ল্যাটে আলো জলে না, পরিকল্পনা করে সেসব ফ্ল্যাটে রাতের বেলায় চুরি করে।ওসি নেজাম আরও বলেন, বৃহস্পতিবার রাতে তারা রিকশাযোগে এনায়েত বাজার এলাকায় সার্ভে করতে গিয়েছিল।
তাদেরকে কোতোয়ালি থানার এসআই মমিনুল হাসান, মৃনাল কান্তি নাথ এএসআই অনুপসহ আমাদের টিম আটক করেন। তারা জিজ্ঞাসাবাদে জানিয়েছে, চুরি করে স্বর্ণগুলো হাজারী গলির ব্যবসায়ী প্রণব ধরের কাছে বিক্রি করে ৩০ থেকে ৩৫ হাজার টাকায়। যখন তারা চুরি করতে পারে না, তখন তাদের অর্থ দিয়ে সহযোগিতা করেন প্রণব ধর। আমরা প্রণব দাসসহ দুজনকে আদালতে সোপর্দ করেছি।শরিফ চাঁদপুরের মতলব উপজেলা মাসুন্দা ইউনিয়নের মৃত আবদুর রশিদের ছেলে।
এর আগে সে চুরির ঘটনায় পাঁচবার আটক হয়েছিল। আব্দুল জলিল কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বাকসমুল ইউনিয়নের বাবুলের ছেলে। জলিলের আগেই চুরির ঘটনায় দুইবার কারাভোগ করেছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy