শহিদুল ইসলাম সোহেলঃ
টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা একাব্বর হোসেন সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে উন্নত চিকিৎসার জন্য তাদের সিএমএইচে ভর্তি করা হয়েছে।
বুধবার রাতে এমপির ছেলে তাহরীম হোসেন সীমান্ত বিষয়টি নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত রবিবার (১৬ আগস্ট) করোনা উপসর্গ নিয়ে নমুনা পরীক্ষার জন্য জমা দেন এমপির সহধর্মিনী ঝর্ণা হোসেন। পরদিন সোমবার ল্যাব থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী তার করোনা পজিটিভ ধরা পড়ে। এরপর তিনি আলাদা কক্ষে আইসোলেশন চিকিৎসা নিতে থাকেন।
অপরদিকে এমপি একাব্বর হোসেন স্বাদহীন ও শ্বাসকষ্ট অনুভব করলে বুধবার (১৯ আগস্ট) বাসায় এসে তার নমুনা সংগ্রহ করেন স্বাস্থ্য কর্মীরা। এতে বিকেলে প্রাপ্ত রিপোর্টে তিনিও করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।
এমপি পুত্র তাহরীম হোসেন সীমান্ত জানান, তার পিতার করোনা আক্রান্তের খবর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এর কাছে জানানো হয়। এরপর তিনি বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করলে তার নির্দেশে দ্রুত ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তাদের দুজনকে ভর্তি করা হয়েছে।
এদিকে সিএমএইচে চিকিৎসাধীন বাবা-মায়ের জন্য মির্জাপুরবাসীসহ সকলের কাছে দোয়া চেয়েছেন এমপি পুত্র বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক তাহরীম হোসেন সীমান্ত।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..