প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৫, ২০২৫, ১২:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৪, ২০২১, ৩:১২ এ.এম
সাংবাদিকতার প্রতিবন্ধকতা ও স্বার্থসংশ্লিষ্ট নানা দিক নিয়ে আলোচনা সভা
নিরেন দাস,জয়পুরহাটঃ-
সাংবাদিকদের উপর নির্যাতন-নিপীড়ন প্রতিরোধ গড়ে তোলা ও ঐক্যবদ্ধ থাকার লক্ষ্যে জয়পুরহাট সাংবাদিক ইউনিয়ন (জেইউজে) এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে শহরের সদর রোড মাছুয়া বাজার মোড়ে সংগঠনের কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জয়পুরহাট সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখর মজুমদারের সভাপত্বিতে বক্তব্য রাখেন সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন,
সিদ্দিকুর রহমান হিরু, মহাসচিব রেজাউল করিম রেজা, সহকারী মহাসচিব কবির হোসেন, সোহেল আহমেদ লিও, সুলতান মাহমুদ, কোষাধ্যক্ষ মিলন রায়হান, সাংগঠনিক সম্পাদক চম্পক কুমার, দফতর সম্পাদক মাহফুজার রহমান, প্রচার সম্পাদক এ্যাডঃ আরাফাত হোসেন মুন,
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নেওয়াজ মোর্শেদ নোমান, জনকল্যাণ সম্পাদক আব্দুল কাদের সুজন, নির্বাহী সদস্য আরমান হোসেন, নাহিদ আক্তার,
সেলিম রেজা ও সদস্য মিনহাজুর রহমান ছোটন, অশোক কুমার গৌর, সুজন কুমার মন্ডল, আনিছুর রহমান বিটন, মেহেদী হাসান রাজু, রাকিবুল হাসান রাকিব, শাহাদত হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
এছাড়াও বক্তরা বর্তমানে সাংবাদিকতার প্রতিবন্ধকতা ও স্বার্থসংশ্লিষ্ট নানা দিক নিয়ে আলোচনা করেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy