প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৫, ৭:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১১, ২০২১, ১২:৫১ এ.এম
সাংবাদিকরাই আমার প্রাণ- তথ্য মন্ত্রী ড.হাছান মাহমুদ
নিরেন দাস,জয়পুরহাটঃ-
আওয়ামী লীগ সরকারের সকল উন্নয়ন চিত্র ও বিএনপির দুর্নীতিসহ সকল প্রকার সঠিক তথ্য প্রকাশ করে দেশের উন্নয়ন চিত্র বিশ্বের কাছে তুলে ধরতে যারা দিনরাত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন সেই সাংবাদিকরাই আমার প্রাণ বলে জয়পুরহাটের কালাই উপজেলা আওয়ামীলীগের ত্রি- বার্ষিকী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম- সাধারন সম্পাদক ও তথ্য মন্ত্রী ড.হাছান মাহমুদ।
বুধবার (১০ মার্চ) সকালে কালাই সরকারি মহিলা ডিগ্রি কলেজ মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়।
প্রধান অতিথি তথ্য মন্ত্রী ড.হাছান মাহমুদ তার বক্তব্যে আরো বলেন, রাজনীতি কখনো অর্থ দিয়ে কিনতে দেয়া যাবে না' রাজনীতি একটি মহান ব্রত এবং দলের জন্য নি:স্বার্থ ভাবে যারা কাজ ও ত্যাগ স্বীকার করেছেন এমন নেতা কর্মীরাই এখন নেতৃত্বে আসবেন। অর্থ দিয়ে রাজনীতি কোন ভাবেই কিনতে দেয়া যাবে না। বিএনপি প্রসঙ্গে তথ্য মন্ত্রী বলেন, 'জনগণের উপর বিএনপির আস্থা নেই। সেজন্য ভোটে তাদরে জামানত বাজেয়াপ্ত হওয়ার ভয়ে ইউপি নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না বলে আগেই ঘোষণা দিয়েছে।'দেশের উন্নয়ন বিএনপি কখনওই সজ্জ করতে পারেনা"উল্লেখ করে মন্ত্রী আরো বলেন, বেগম খালেদা জিয়া বলেছিলেন, আওয়ামী লীগ কখনওই পদ্মাসেতু করতে পারবে না,কিন্তু আওয়ামী লীগ সেই পদ্মা সেতু করেছে। আজ বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ বদলে যাচ্ছে, তিনি দেশে বিধবা, স্বামী পরিত্যক্তা ও বয়স্কদের জন্য ভাতা চালু করেছেন বলেই এখন দেশে ভিক্ষা দেওয়ার লোক পাওয়া যায়না। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন এখন বিশ্বের দরবারে একটি রোল মডেল।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আব্দুল কাদের মন্ডলের সভাপতিত্বে, অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, জাতীয় সংসদের হুইপ ও জয়পুরহাট-২ আসনের সাংসদ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, জয়পুরহাট-১ আসনের সাংসদ সদস্য এ্যাড. সামছুল আলম দুদু,বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: রোকেয়া সুলতানা, বাংলাদেশ আওয়ামীলীগের (রাজশাহী বিভাগীয় দায়িত্ব প্রাপ্ত) সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।
জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান সম্মেলনের উদ্বোধন করেন এবং সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন।
এসময়ে আরো বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মোল্লা শামছুল আলম, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি রাজা চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি গোলাম হককালী, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম.সোলায়মান আলী, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য কাজী রাব্বিউল হাসান মোনেম, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি নৃপেন্দ্রনাথ নাথ মন্ডল, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক-সম্পাদক ও কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মিনফুজুর রহমান মিলন, উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম-আহবায়ক, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও মাত্রাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.ন.ম.শওকত হাবিব তালুকদার লজিক, উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম-আহবায়ক আব্দুল বারি প্রামাণিক প্রমুখ।
দীর্ঘ ৭ বছর পর অনুষ্ঠিত এ সম্মেলনের দ্বিতীয় অধিবেশন বিকেল সাড়ে ৫ টায় তিন বছরের জন্য অনুমোদিত কালাই উপজেলা আওয়ামী লীগের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নতুন কমিটির সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফিজুর রহমান মিলন ও সাধারন সম্পাদক ফজলুল রহমান নির্বাচিত হন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy