মো. মাসুদ রানা তালুকদার>>
মহিপুর প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিক জহিরুল ইসলাম মিরনের উপর হামলার প্রতিবাদ ও দোষীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৫টায় মহিপুর ব্রিজে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে মহিপুর প্রেসক্লাব, কুয়াকাটা প্রেসক্লাব ও বিভিন্ন সংগঠনের সাংবাদিকবৃন্দ এবং মহিপুর থানা বিএনপি, ইউনিয়ন বিএনপিসহ স্থানীয় শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য দেন মহিপুর থানা বিএনপির সভাপতি আঃ জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক শাহজাহান পারভেজ, মহিপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জাহিদ রিপন, কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হোসাইন আমির প্রমুখ।
বক্তারা ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন তারা।
উল্লেখ্য, বাংলাভিশন টিভির কুয়াকাটা প্রতিনিধি সাংবাদিক জহিরুল ইসলাম মিরনকে হত্যার উদ্দেশ্যে দুর্বৃত্তরা এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। তিনি বর্তমানে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
Leave a Reply