সেলিম চৌধুরী পটিয়া (চট্টগ্রাম)।। ঢাকায় গত ২৮ অক্টোবর পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে পটিয়া প্রেসক্লাবের উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার (৩০ অক্টোবর) বিকেলে প্রেসক্লাব প্রাঙ্গনে আয়োজিত কর্মসূচিতে আহত ও নিহত সাংবাদিকদের ক্ষতিপূরণ, সুচিকিৎসার ব্যবস্থা এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা দাবী করা হয়। তাছাড়া ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে বিচার বিভাগীয় তদন্ত দাবী করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন পটিয়া প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম, বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি আবদুর রাজ্জাক, সহ সভাপতি এ, টি, এম, তোহা, সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা, যুগ্ম সম্পাদক সেলিম চৌধুরী, অর্থ সম্পাদক বিকাশ চৌধুরী, প্রচার সম্পাদক শফিউল আজম, দপ্তর সম্পাদক রবিউল আলম ছোটন, কার্যনির্বাহী সদস্য এসএমএকে জাহাঙ্গীর, এস এম রহমান, কামরুল ইসলাম, গোলাম কাদের, সুজিত দত্ত, ওবায়দুল হক পিবলু, এস এম জুয়েল, মোর্শেদুল আলম, চন্দনাইশ উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী।
এছাড়া সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন মানবাধিকার কাউন্সিল পটিয়ার সভাপতি মোজাম্মেল হোসেন রাজধন প্রমুখ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy