রকসী সিকদার, চট্টগ্রাম
চট্টগ্রামের লোহাগাড়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক মানবকন্ঠের প্রতিনিধি সাংবাদিক জাহেদুল ইসলাম সংবাদ সংগ্রহের সময় ক্যামেরা ছিনতাই ও মারধরের ঘটনায় মামলার প্রধান আসামি প্রতারক, ভন্ড হাসান বৈদ্যকে গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন করা হয়। শনিবার (১০ মে) সকাল ১১ টায় লোহাগাড়া সদরের বটতলী স্টেশনস্থ চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে লোহাগাড়া প্রেসক্লাব ও কর্মরত সাংবাদিকদের ব্যানারে এ মানববন্ধন করা হয়েছে। মানববন্ধন ও সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল বটতলী মোটর স্টেশন প্রদক্ষিণ করেন। লোহাগাড়া প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি অধ্যাপক পুষ্পেন চৌধুরী,লোহাগাড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি রকসী সিকদার,লোহাগাড়া সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল খালেক,লোহাগাড়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দেশপ্রিয় বড়ুয়া,প্রেসক্লাবের অর্থ সম্পাদক খোকন সুশীল।এসময় বক্তৃতারা বলেন সাংবাদিক জাহেদের উপর হামলার ঘটনার প্রধান আসামী প্রতারক ও ভন্ড হাসান বৈদ্যকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবী জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন,লোহাগাড়া সাংবাদিক ইউনিয়নের প্রচার সম্পাদক এশিয়ান টিভি প্রতিনিধি মো: সাইফুল ইসলাম,ওসমান গণি, ডা: কালিমুল্লাহ্, সাংবাদিক জাহাঙ্গীর আলম,লোহাগাড়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মিনহাজ উদ্দিন,ক্রীড়া,সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আতাউর রহমান মাসুদ,কার্য্যনির্বাহী সদস্য মনির আহমদ আজাদ, মাস্টার সিরাজুল ইসলাম,ডা: কামাল উদ্দিন,মোঃ নুরন্নবী,দৈনিক সাঙ্গু পত্রিকার স্টাফ রিপোর্টার নুরুল ইসলাম সবুজ, সাংবাদিক মাহমুদুল হক চৌধুরী, দৈনিক খবর পত্রের স্টাফ রিপোর্টার দেলোয়ার হেসেন রশিদী, লোহাগাড়া সাংবাদিক ফোরামের অর্থ সম্পাদক বাংলা টিভি প্রতিনিধি এমএএইচ রাব্বী, দপ্তর সম্পাদক আনন্দ টিভি প্রতিনিধি আব্দুল ওয়াহাব সহ অনেকেই।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy