প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩০, ২০২৪, ৬:১২ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩০, ২০২৪, ৬:০৩ পি.এম
নিজস্ব প্রতিবেদক :
সামাজিক নানা সমস্যা দুর্নীতি অপরাধ আর অধিকার নিয়ে কাজ করেন সাংবাদিকরা একটি ঘটনার আদ্যপ্রান্তে জেনে সত্য তুলে ধরতে বিভিন্ন সময় সত্য উন্মোচন করতে গিয়ে জীবন বাজি রাখেন সাংবাদিকরা। সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বেশীর ভাগ সময় সন্ত্রাসীদের মূল চখোসুল হন মফস্বল সাংবাদিকরা। তথ্যমতে হত্যা ও নির্যাতনের তালিকায় মফস্বল সাংবাদিকরা ঢাকার তুলনায় বেশী।
আবার যারা দেশের সীমান্ত এলাকায় সাংবাদিকতা করেন তাদের জীবনের ঝুঁকি আরো বেশী। তারা প্রতিনিয়ত জীবনের মায়া ত্যাগ করে তাদের কর্তব্য পালন করে থাকেন। তাদের মধ্যে এমনি এক সাহসী ও প্রজ্ঞাবান সাংবাদিক ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী কসবা এলা্কার সন্তান সাংবাদিক দ্বীন ইসলাম। যিনি বিগত ৪ বছর ধরে জীবনের ঝুঁকি নিয়ে সীমান্তবর্তী জনপদের মাদকসহ নান চো্রাকারবারীদের বিরুদ্ধে কলম চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে তিনি চক্ষুষোল হয়েছেন মাদক কারবারী ও চোরাই কারবারীদের । হামলার স্বীক্ষারও হয়েছেন বেশ কয়েকবার।
সর্বশেষ গত১৬ অক্টোবর সাড়ে ১২ টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার চৌমুহনি স্ট্যান্ডে মাদক সম্রাট মাসুম পারভেজের বাহিনী সাংবাদিক দ্বীন ইসলামের উপরে অতর্কিত হামলা করেন। এই সময় ৪০-৫০ জন সন্ত্রাসী নিয়ে দ্বীন ইসলামের উপর ঝাপিয়ে পরেন মাদক সম্রাট মাসুম পারভেজ। এ নিয়ে মাদক সম্রাট মাসুম পারভেজের বিরুদ্ধের বিভিন্ন সংবাদ চ্যানেল সংবাদ প্রকাশ করে।
উল্লেখ্য কুমিল্লা ক্রাইম বার্তায় মাসুম পারভেজের অসামাজিক কার্জকলাপের বিরুদ্ধে সংবাদ প্রচার করার কারণে সাংবাদিক দ্বীন ইসলামের উপর পরিকল্পিত ভাবে হামলা করেন বলে জানা যায়। ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা কুঠি ইউনিয়নের চোরাকারবারি মাসুম পারভেজের সংবাদ প্রকাশিত করায় মাদকের নিউজ প্রকাশ করায় জেলার বিশেষ প্রতিনিধি দ্বীন ইসলামের উপর এ হামলার করেছেন বলেও স্বীকার করেন তিনি।
উল্লেখ্য সাংবাদিক দ্বীন ইসলাম জাতীয় দৈনিক সূর্যোদয়ে বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ইন্ডিয়ান স্যাটেলাইট টিভি চ্যানেল নিউজ ভিউ ৩৬৫ সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত ও দ্যা আল্টিমেট খবরের রিপোর্টার হিসেবে, স্যাটেলাইট টিভি চ্যানেল নিউজ ত্রিপুরা ২৪ এ রির্পোটার হিসেবে দায়িত্ব পালণ করে আসছেন। এছাড়াও সাংবাদিক দ্বীন ইসলাম তিনি বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমের সংবাদকর্মী হিসেবে নিয়োজিত আছেন।
এদিকে সাংবাদিক দ্বীন ইসলামের উপর হামলা ও সন্ত্রাসী তৎপরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের শাস্তি দাবি করেছেন দেশের শীর্ষস্থানীয় সাংবাদিক, নাট্যজন, মিডিয়া ব্যক্তিত্ব, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সর্বস্তরের গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।
তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো বিবৃতিদাতাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন-দৈনিক সূর্যোদয় ভারপ্রাপ্ত সম্পাদক : তৌহিদ আহমেদে রেজা,
বাংলাদেশের সর্বপ্রথম শিশুতোষ স্যাটেলাইট টিভি চ্যানেল কিডস টিভির চেয়ারম্যান বিশিষ্ট মিডিয়া বক্তিত্ব সৈয়দ মোহাম্মদ সাজ্জাদ হোসেন, চট্টগ্রাম মহানগর সহ সভাপতি ও সাবেক চসিক প্রশাসক আলহাজ্ব খোরশেদ আলম সুজন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এনামুল হক এনাম, দৈনিক আজকের সংবাদের সম্পাদক কবি আতিক আজিজ, সাংবাদিক নেতা রিয়াজ হায়দার চৌধুরী, সময় টিভির সাবেক সহকারী বার্তা সম্পাদক শান্তনু চৌধুরী, স্যাটেলাইট চ্যানেল বাংলা ভিশন অনলাইন প্লাটফর্মের ইনচার্জ রিয়াজুল আলম রাব্বি, চ্যানেল ২৪ এর ভিডিও এডিটর সুমন, মাই টিভির ভিডিও এডিটর রাজিব দাশ, ইন্ডিয়ান স্যাটেলাইট টিভি চ্যানেল নিউজ ভিউ ৩৬৫ এর চিফ ইন এডিটর সুব্রত দাশ, নিউজ ত্রিপুরা ২৪ এর চেয়ারম্যান কার্তিক,
দ্যা আল্টিমেট খবরের ব্যবহার সাতদুর শুভন বড়ুয়া , দ্যা আল্টিমেট খবরের সিইও অর্ক, সাংবাদিক নাসির উদ্দিন হায়দার, সাংবাদিক নেতা মহসিন কাজী, সাংবাদিক রশীদ মামুন, চ্যানেল আই এর প্রোগ্রাম ডিরেক্টর গোলাম সেকলাইন, মিডিয়া ব্যক্তিত্ব ও বিশিষ্ট নাট্য পরিচালক বাবুল হোসেন বাবলা, চট্টগ্রাম সাংবাদিক ফোরামের সভাপতি সিব্বির আহমদ ওসমান, সাংবাদিক নেতা চৌধুরী রিপন, শহিদুল ইসলাম, কুমিল্লা ক্রাইমবার্তার সম্পাদক রেজা, জাতীয় দৈনিক ভোরের চেতনা জেলা ভ্রাম্যমান প্রতিনিধি মো রেজাউল করিম। জাতীয় টেলিভিশন কর্মকর্তা কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, এমবি টিভির ব্যবস্থাপনা পরিচালক আমিনুর রহমান, দৈনিক ভোরের পাতা চট্টগ্রাম ব্যুরো চীফ আব্দুল কাদের, সাংবাদিক আরিফুজ্জামান সারাফত, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি রবিউল হোসেন, দৈনিক প্রথম আলোর কুড়িগ্রাম প্রতিনিধি জাহানুর রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অরুণ চন্দ্র বণিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সঞ্জীব বণিক, নাট্যজন ম সাইফুল ইসলাম, অধ্যাপক ফারজুল করিব, বিজিসি নিউজ ডট কম সম্পাদক মাহমুদুল হাসান রাকিব, অপরূপ টিভি অনলাইনের চেয়ারম্যান জিন্নাত আলী, সাংবাদিক জুয়েল খন্দকার, সাংবাদিক মোহাম্মদ জুবায়ের, সাংবাদিক তুষার দাশ ও সাংবাদিক কার্তিক দাশসহ আরো অনেকে।