ঝিনাইদহ জেলার আইসিটি সংলগ্ন চাকলাপাড়া এলাকায় মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক সূর্যোদয় পত্রিকার সহ সম্পাদক ও দৈনিক ক্রাইম তালাশ এর সম্পাদক ও প্রকাশক সাংবাদিক, মাহমুদুল কবির নয়নের উপরে হামলার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাব ঢাকা,জয়পুরহাট,যশোর বেনাপোল,যশোর মনিরাপুর, ও ঝিনাইদহ সহ সারাদেশে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
ই২০/২/২৪ তাং মঙ্গলবার দিনব্যাপী এই মানববন্ধন আয়োজন করেন দৈনিক সূর্যোদয়ের পত্রিকা ও দৈনিক ক্রাইম তালাশ পরিবার সহ বিভিন্ন প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকরা।
উল্লেখ্য, ইং ১৬/২/২৪ তাং শুক্রবার রাত আনুমানিক রাত ৯ ঘটিকার সময় ঝিনাইদহ আইসিটি সংলঘ্ন চাকলাপাড়া এলাকায় মাদকদ্রব্য ও অপকর্মের তথ্যের ভিক্তিতে সংবাদ সংগ্রহ করতে গেলে তার উপরে সন্ত্রাসী হামলা করে কতিপয় স্হানীয় কিছু মাদক ব্যাবসায়ী শীর্ষ সন্ত্রাসীরা।
তবে জানা যায় হামলাকারী আই,এসটি সংলগ্ন ঝিনাইদহ চাকলাপাড়া এলাকার – রিপন,সোহাগ,সঞ্জয় সহ কতিপয় ৮/৯জন মাদক ব্যাবসায়ী শীর্ষ সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে সাংবাদিক মাহমুদুল কবির নয়নের উপর অতর্কিত ভাবে হামলার ঘটনা ঘটায়। এঘটনার পরিপেক্ষিতে ঝিনাইদহ সদর থানা ৮/৯ জন কে অভিযোগ করে একটা মামলা দায়ের করা হয়।ইতোমধ্যে সঞ্জয় নামে ১ জনকে আটক করেছে ঝিনাইদহ সদর থানা পুলিশ।