রংপুর জেলা প্রতিনিধি:
২০ জানুয়ারি ২০২১ সকাল ১১টায় রংপুর প্রেসকাব চত্ত্বরে রিপোর্টার্স কাব, রংপুর, সিটি প্রেসকাব, রংপুর, রিপোর্টার্স ইউনিটি, রংপুর, বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যাণ ইউনিয়ন (বসকো), রংপুর জেলা কমিটির আয়োজনে সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি সংঘটিত হয়।
ময়মনসিংহ ডিবি পুলিশের এসআই আকরাম হোসেনের বিরুদ্ধে মাদক ব্যবসা, যৌন পল্লীতে নারী পাচার, সন্ত্রাসীদের অপরাধ কার্যক্রমে সহযোগিতার অভিযোগ ছিল। আকরামের এ সব কর্মকান্ড পত্রিকায় প্রকাশের কারণে সাংবাদিক খায়রুল আলম রফিককে আটক করে ডিবি হেফাজতে রাখার নাম করে চোখ বেঁধে অমানসিক নির্যাতন করে এসআই আকরাম।
সেখান থেকে তাকে নেয়া হয় ময়মনসিংহের ব্রহ্মপুত্র পুরাতন গুদারাঘাটস্থ দুর্গম চর এলাকায়, সেখানে নিয়ে গিয়ে অমানসিক নির্যাাতন চালায় পুলিশ। পরবর্তীতে ডিবি অফিসে এনে চোখ বেঁধে ইলেকট্রিক শক এবং উলঙ্গ করে ছবি তোলে। এই ছবিগুলো ফেসবুকে ভাইরাল হলে
সাংবাদিক রফিক বাদী হয়ে এসআই আকরামসহ ৭/৮ জনের বিরুদ্ধে ময়মনসিংহ দায়রা জজ আদালতে একটি মামলা করেন। মামলা নং-০১/২০২১, তারিখ ১৮ জানুয়ারি ২০২১। অপর দিকে কক্সবাজারের সিনিয়র সাংবাদিক ফরিদুল মোস্তফাকে পুলিশ অমানসিক নির্যাতনের দায়ে কক্সবাজারের বিজ্ঞ আদালতে একটি মামলা করেন।
এই দুইজন নির্যাতিত সাংবাদিকের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা করে এই দুই পুলিশ কর্মকর্তাসহ কয়েকজন।
তাদের সকল মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার, তাদের উন্নত চিকিৎসা, তাদের ক্ষতিপূরণসহ জান-মালের নিরাপত্তার দাবিতে এই প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy