প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৫, ১১:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১, ২০২১, ৪:৩৩ এ.এম
সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, ইয়াবা কারবারি আটক
সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, ইয়াবা কারবারি আটক
সোমেন সরকার
চট্টগ্রাম আগ্রাবাদে ইমরান (২৯) নামে এক মাদক ব্যবসায়ীর নামে আছে দুটি মামলা। ৯ম শ্রেণি পাস এই ইয়াবা ব্যবসায়ী হঠাৎ করেই বনে যান সাংবাদিক! কথিত দুটি সংবাদপত্রের পরিচয় পত্র গলা ঝুলিয়ে আর হাতে মোবাইল ক্যামেরা নিয়ে শুক্রবার রাতে ঢুকে যান হাজী কাচ্চিঘরে। দোকানদারের কাছে দাবি করেন এক প্যাকেট বিরিয়ানি ও এক হাজার টাকা! নাহলে 'লাইভে' হোটেলের '১২ টা বাজানোর' হুমকি দেন। কৌশলে হোটেল ম্যানেজার পুলিশকে ফোন দিলে হোটেলে গিয়ে ইমরানকে আটক করা হয়।
হোটেলের ম্যানেজার শামীম জানান, লকডাউনের জন্য তাদের শুধুমাত্র পার্সেলের খাবার চালু আছে এবং তা ৫ টা পর্যন্ত। কিন্তু দোকান মেরামতের কিছু কাজ থাকায় সাটার নামিয়ে কিছু কাজ চলছিল। এমন সময় ইমরান চলে আসেন। এসেই তিনি নিজেকে সাংবাদিক দাবি করে বিরিয়ানি দিতে বলেন। বিরিয়ানি নেই বললে তিনি বলেন, 'আমাদেরও যদি না খাওয়ান তাহলে খাওয়াবেন কাকে?' এরপরও আমরা বিরিয়ানি নেই বললে তিনি ক্ষেপে যান এবং মোবাইল দিয়ে ভিডিও করতে থাকেন। তিনি বলেন, ‘লাইভে এখন এই হোটেলের ১২ টা বাজানো হবে! হোটেল কর্মচারীরা তাকে শান্ত করার চেষ্টা করলে তিনি এক প্যাকেট বিরিয়ানি ও ১ হাজার টাকা দাবি করেন।’— যোগ করেন হোটেল ম্যানেজার। ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ‘ইমরানের পুরো পরিবারই মাদক ব্যবসায় জড়িত। তার বাবা ডবলমুরিং থানার চিহ্নিত মাদক ব্যবসায়ী আব্দুর রহমান বাবুল প্রকাশ ডাইল বাবুল। তার বিরুদ্ধে ২টি মামলা রয়েছে। আর তার মা শারমিন আক্তার প্রকাশ ডাইল শারমিন প্রকাশ শামীমা আগ্রাবাদ ডেবার পূর্ব পাড় এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মামলা আছে ৩টি। ইমরানের বিরুদ্ধেও মামলা ২টি। শিক্ষার দৌঁড় ৯ম শ্রেণি পর্যন্ত হলেও হঠাৎই বনে যান সাংবাদিক! দৈনিক চট্টগ্রামের পাতা সহ মোট দুইটি সংবাদপত্রের পরিচয়পত্র গলায় ঝুলিয়ে হাঁটেন। শুক্রবার রাত সাড়ে ১১ টায় আগ্রাবাদ বাদামতলী মোড়ে “হাজী কাচ্চি ঘর” নামের এক বিরিয়ানি দোকানে যান ইমরান।’ওসি আরও বলেন, ‘তার দাবি পূরণ করার আশ্বাস দিয়ে দোকান থেকে পুলিশের কাছে অভিযোগ করা হলে ইমরানকে আটক করা হয়। র করা হয়। এসময় তার কাছ থেকে ২ টি সাংবাদিক পরিচয়পত্র, মোবাইল এবং মোটরসাইকেল জব্দ করা হয়।’
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy