ডেস্ক: খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরাম-ঢাকার সদস্য, জ্যেষ্ঠ সাংবাদিক ফারুক কাজী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)।
ফারুক কাজীর মৃত্যুতে খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরাম-ঢাকার সভাপতি রাহুল রাহা ও সাধারণ সম্পাদক মুরসালিন নোমানী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
নেতৃবৃন্দ তার বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। তারা বলেন, দেশের সাংবাদিকতায় ফারুক কাজীর অবদান অপরিসীম।
আজ সকালে রাজধানীর এলিফ্যান্ট রোডের নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, এক কণ্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। কর্মজীবনে তিনি দীর্ঘ দিন ইউএনবি, বিএসএস, বাংলারবাণীসহ বেশ কিছু সংবাদ প্রতিষ্ঠানে কাজ করেছেন।
তার গ্রামের বাড়ী কুষ্টিয়ায়।
Leave a Reply