নিজস্ব প্রতিবেদক : লাব্বাইক পরিবহনের বাস চাপায় সাংবাদিক মাহবুবুর রহমান মজুমদার গুরুতর আহত হয়ে একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শুক্রবার (২৪ আগষ্ট) দুপুরে রাজধানীর শনির আখড়া এলাকায় এই ঘটনা ঘটে।
জানা যায়, শুক্রবার দুপুরে পেশাগত কাজে যাওয়ার সময় রাজধানীর শনিরআখড়ার সাইনবোর্ড টু সাভার বাইপাইল রোডের চলাচলরত লাব্বাইক পরিবহনের একটি বাস (ঢাকা -মেট্রো-ব-১৫-৬৭১৭) বেপরোয়া গতি এবং আরেকটি লাব্বাইক পরিবহনের বাসকে ওভারটেক করতে গিয়ে সাংবাদিক মাহবুবুর রহমান মজুমদারকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে এবং মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত মাতুয়াইল মেডিকেল আইসিএমএস হাসপাতালে ভর্তি করে।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল হাসান বলেন এই বিষয়ে একটি অভিযোগ পেয়েছি জড়িত লাব্বাইক পরিবহনের চালক ও সহযোগীকে ধরতে চেষ্টা করা হচ্ছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy