
খাগড়াছড়ি প্রতিনিধি
অনলাইন নিউজ পোর্টাল বার্তা বাজার’র নোয়াখালী প্রতিনিধি বুরহান উদ্দিন মুজাক্কিরকে হত্যার প্রতিবাদ ও খুনিদের গ্রেপ্তারের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন করেছে বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে খাগড়াছড়ি প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন এবং টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের যৌথ আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মো. নুরুল আজম, খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এনটিভির খাগড়াছড়ি জেলা প্রতিনিধি আবু তাহের মুহাম্মাদ, খাগড়াছড়ি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও এটিএন বাংলার জেলা প্রতিনিধি মো. আবু দাউদ, সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও মাছরাঙা টিভির জেলা প্রতিনিধি কানন আচার্য, সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি ও ডেইলি অবজারভারের জেলা প্রতিনিধি মো. দুলাল হোসেন প্রমুখ।
সমাবেশে অবিলম্বে সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরের হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত সহ সারাদেশে সংবাদকর্মীদের হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানানো হয়।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply