মোহাম্মদ জুবাইর
জামালপুর জেলা সদরের সাংবাদিক মোঃ মোশারফ হোসেন সরকারের উপর গত ইফতারের ঠিক আগ মুহূর্তে স্বাধীনতা বিরোধী অপশক্তির সন্ত্রাসী দ্বারা হামলার শিকার হন।
জানা যায়, গত ৮ তারিখ শনিবার সাংবাদিক মোঃ মোশারফ হোসেন সরকার জামালপুর জেলার সদর থানাধীন নিজ গ্রাম রশিদপুরে ইফতারের সময় নিজ বাড়ীতে প্রবেশের সময় স্বাধীনতার অপ শক্তি পাকিস্তান বাহিনীকে সহযোগিতাকারী হিসেবে পরিচিত জামালপুরের মেলান্দহ উপজেলার ফুলকেচা গ্রামের আলোচিত রাজাকার শামসুদ্দিন এর পুত্র সার্ভেয়ার রুহুল আমিন ও তার শ্যালক সরকার ও পুলিশ প্রশাসনের কর্মকান্ডকে উস্কানিমূলক ও ভিন্ন খাতে প্রবাহিত করে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টায় ফেসবুকে বিতর্কিত মন্তব্য করে ভাইরাল হওয়া মহিদুল ইসলাম নয়ন গং এর দ্বারা একদল সন্ত্রাসী হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা লুটপাটের চেষ্টাও চালায় । পরে জরুরী হেল্প লাইন ৯৯৯ এ ফোন দিলে জামালপুর সদর থানার পুলিশের গাড়ি আসতে দেখে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
উল্লেখ্য ইতিপূর্বে তিনি এই অপশক্তির দ্বারা হামলার শিকার বা ক্ষতিগ্রস্ত হতে পারেন আশঙ্কায় জামালপুর সদর থানায় নিরাপত্তা চেয়ে জিডি করেছিলেন, যার নং- ২৮, তাং ০৯\০২\২০২৩ ইং।
মোশারফ হোসেন বাংলাদেশ মফস্বল সাংবাদিকর সোসাইটির কেন্দ্রীয় উপ প্রচার সম্পাদক। তিনি দীর্ঘদিন রাজাকার- আলবদর দের অপ শক্তির বিরুদ্ধে সরব ছিলেন বলে এ হামলা হয়েছে বলে অভিযোগ করেন।
বাংলার মাটিতে রাজাকার আলবদরদের সন্ত্রাসী হামলায় স্বাধীন দেশের গণমাধ্যম কর্মীদের উপর হামলা কোনোভাবেই কাম্য নয় বলে অভিমত জানিয়েছেন সাংবাদিক সমাজ।
এদিকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) এর উপ-প্রচার সম্পাদক সাংবাদিক মোঃ মোশারফ হোসেনের বাড়ি অবরুদ্ধ করে রাখা, হামলা ও লুটপাটের চেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএমএসএস এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান, মহাসচিব সুমন সরদারসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এক বিবৃতিতে তারা অনতিবিলম্বে সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা নেওয়া সহ সাংবাদিক মোশারফ হোসেন সরকার ও তার পরিবারদের নিরাপত্তা নিশ্চিত করার দাাবি জানান।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy