শহিদুল ইসলাম সোহেল নিজস্ব প্রতিবেদকঃ
Facebook Twitter Instagram share
টাঙ্গাইলে দৈনিক প্রথম আলো’র সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা,নির্যাতন,গ্রেফতারের প্রতিবাদ ও তার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
Surjodoy.com
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে প্রেসক্লাবের সামনে জেলা প্রেসক্লাবের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
The Daily surjodoy
এতে বক্তব্য রাখেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ,সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, সাবেক সভাপতি ড. মোহাম্মদ কামরুজ্জামান,অ্যাডভোকেট আতাউর রহমান আজাদ, দৈনিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার কামনাশীষ শেখর, কাজী তাজউদ্দিন রিপন, সোহেল তালুকদার প্রমুখ।
The Daily surjodoy
কর্মসূচিতে বক্তারা বলেন,রোজিনা ইসলাম স্বাস্থ্য বিভাগের দুর্নীতির বিরুদ্ধে অনেক প্রতিবেদন করেছেন।তার মতো একজন সিনিয়র ও দায়িত্বশীল সাংবাদিককে সচিবালয়ে আটকে রেখে হেনস্থা ও নির্যাতন করা হয়েছে।
The Daily surjodoy
একই সাথে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতারও করা হয়েছে। এর পেছনে মদদদাতা রয়েছেন।এসময় উপস্হিত সকলে অবিলম্বে রোজিনা ইসলাম কে মুক্তি দেওয়ার দাবী করেন।পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত করে স্বাস্থ্য মন্ত্রনালয়ের অভিযুক্ত অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছা বেগমসহ জড়িতদের শাস্তি নিশ্চিত করারও দাবী জানান।