সাইফ আলি খান হয়তো বলিউড ইন্ডাস্ট্রির একমাত্র তারকা যার নামে রয়েছে একটি প্রাসাদ। হরিয়ানার গুরগাঁও জেলায় অবস্থিত এই প্রাসাদের নাম পতৌদি প্যালেস’। চমকপ্রদ তথ্য- সাইফের বাবা নবাব ও ক্রিকেটার মনসুর আলী খানের সময় ‘নিমরানা’ হোটেলের মালিক আমান নাথ ও ফ্রান্সিস ওয়াগজিরাগ প্রাসাদটি লিজ নেন। লিজের সময়কাল ছিল ২০০৫ থেকে ২০১৪ সাল। পরে ২০১৪ সালে লিজের মেয়াদ শেষ হলে ছোট নবাব সাইফ নিজের পারিশ্রমিক দিয়ে প্রাসাদটিকে পুননির্মাণ করেন। পতৌদি প্যালেস’ ইব্রাহিম কোঠি নামেও পরিচিত। চোখ ধাঁধানো প্রাসাদটি যে কোন পাঁচতারা হোটেলকেও হার মানাবে। ১০ একর জমির ওপর অবস্থিত ইব্রাহিম কোঠিতে ১৫০টি ঘর রয়েছে। যার মধ্যে সাতটি প্রসাধনী কক্ষ, সাতটি শয়নকক্ষ ও সাতটি বিলিয়ার্ড খেলার জায়গা। এর মূল্য ৮০০ কোটি রুপি। ৮০০ কোটি রুপির এই প্রাসাদে হলিউড অভিনেত্রী জুলিয়া রবার্টসের ‘ইট প্রে লাভ’, ‘মঙ্গল পাণ্ডে’, ‘বীর জারা’, ‘গান্ধি: মাই ফাদার’ ও ‘মেরে ব্রাদার কি দুলহান’ ছবির শুটিং হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy