ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে চলমান সাউদাম্পটন টেস্টে পঞ্চম উইকেটে ৩৫৯ রানের জুটির রেকর্ড গড়েছেন দুই ইংলিশ ব্যাটসম্যান জ্যাক ক্রলি ও জস বাটলার। এই জুটি গড়ার মধ্য দিয়েই সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের পাশে স্থান করে নিলেন ক্রলি-বাটলার।
এর আগে ২০১৭ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্টে পঞ্চম উইকেটে ৩৫৯ রানের জুটি গড়েছিলেন বাংলাদেশ দলের দুই তারকা ব্যাটসম্যান সাকিব-মুশফিক।
সাউদাম্পটনে চলমান সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে পঞ্চম উইকেটে ৩৫৯ রানের পার্টনারশিপ গড়েছেন ক্রলি-বাটলার। ইংল্যান্ডের হয়ে টেস্ট ক্রিকেটে পঞ্চম উইকেটে এটাই সবচেয়ে বড় রানের জুটির রেকর্ড।
এর আগে ১৯৭৩ সালে ভারতের বিপক্ষে মুম্বাই টেস্টে ইংলিশ ব্যাটসম্যান কিথ ফ্লেচার ও টনি গ্রেগ ২৫৪ রানের জুটি গড়েছিলেন।
তবে টেস্ট ক্রিকেটের ইতিহাসে পঞ্চম উইকেটে ৪০৫ রানের জুটির বিশ্ব রেকরর্ড গড়েছেন অস্ট্রেলিয়ান দুই তারকা ব্যাটসম্যান স্যার ডোনাল্ড ব্রাডম্যান ও সিড বার্নস। ১৯৪৬ সালে সিডনিতে ইংল্যান্ডের বিপক্ষে রেকর্ড সর্বোচ্চ ৪০৫ রানের জুটি গড়েছিলেন তারা।
জ্যাক ক্রলি ও জস বাটলারের গড়া ৩৫৯ রানের জুটিটি পঞ্চম উইকেটে পঞ্চম সর্বোচ্চ রানের জুটি।
ক্যারিয়ারের অষ্টম টেস্ট খেলতে নেমে ৩৪টি চার ও এক ছক্কায় ২৬৭ রান করে আউট হন ক্রলি। ১৪০ রানে অপরাজিত থেকে চা পান বিরতিতে গেছেন উইকেটকিপার ব্যাটসম্যান জস বাটলার। এ রিপোর্ট লেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ প্রথম ইনিংসে ৫ উইকেটে ৪৯৫ রান।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy