মাসুুদ রানা জয়,পার্বত্যচট্টগ্রাম ব্যুরো :
রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন কেন্দ্রে ভয়াবহ আগুনে ৪টি রিসোর্ট, ২টি রেষ্টুরেন্ট ও ১টি বসত বাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে।
এতে প্রায় ৫কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেন সাজেক রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক জেরী লুসাই।
বৃহস্পতিবার(০২ ডিসেম্বর) ভোর রাত সাড়ে ৩টার দিকে অবকাশ রিসোর্ট থেকে প্রথমে আগুনের সূত্র পাত হয় বলে জানা যায়।
মুহূর্তেই আশপাশের এলাকায় আগুন ছড়িয়ে পড়ে অবকাশ রিসোর্ট, সাজেক ইকো ভ্যালী রিসোর্ট, মেঘ ছুট রিসোর্ট, মনটানা রিসোর্ট, মারুতি রেষ্টুরেন্ট, জাকারিয়া লুসাইয়ের বাড়ীসহ নির্মানাধীন একটি রিসোর্ট পুড়ে যায়।
গভীর রাতে অগ্নিপাতের ঘটনায় পর্যটকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে, ভয়ে পর্যটকরা ছোটাছুটি শুরু করে। এ পর্যন্ত কোন ধরনের হতাহতের সংবাদ পাওয়া যায়নি।
সেনাবাহিনী ও দীঘিনালা ফায়ার সার্ভিসের ২ঘন্টা চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
রাঙ্গামাটির জেলা প্রশাসক(ডিসি) মোহাম্মদ মিজানুর রহমান আগুনের বিষয়টি নিশ্চিত করে বলেন, সেনাবাহিনীর সহায়তায় বড় ধরনের বিপদ হতে রক্ষা পাওয়া গেছে।
আগুন লাগার কারণ খুজে বের করার চেষ্টা করছি।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy