সাইফুল ইসলাম, চট্টগ্রাম ব্যুরোঃ
সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নে এক প্রভাবশালী মহল আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অসহায় গরীব পরিবারের মাথাগুজার ঠাই বসতঘর ভেঙে ফেলে ওই স্থানে স্থায়ী ভাবে পাকা ভবন নির্মান করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, কেঁওচিয়া বলকিছ জানি বর বাড়ির নুরুল আলম, আব্দুল মজিদ গংয়ের সাথে প্রতিবেশী আব্দুল শুক্কুর লোকমান গংয়ের সাথে বহুকাল ধরে জায়গাজমি বাড়ি ভিটে নিয়ে বিরোধ চলে আসছিল ফলশ্রুতিতে বহুবার হাতাহাতি মারামারির ঘঠনা ঘটে পরবর্তীকালে অসহায় নুরুল আলম গং অপারগ হয়ে সর্বশেষ সাতকানিয়া সিভিল কোর্টে একটি ১৪৫ মোতাবেক নালিশী অভিযোগ দায়ের করলে বিজ্ঞ আদালত ১২ শতক বিবাদমান সম্পত্তিতে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা শুনানী না হওয়া পর্যন্ত অন্তবর্তীকালীন নিষেধাজ্ঞার আদেশ দ্বারা নালিশী সম্পত্তিতে প্রবেশ করা হতে বা কোনো প্রকার নির্মাণ কার্যক্রম করা কিংবা পরিবর্তন পরিবর্ধন করা হতে বিরত থাকতে বলা হয়েছে।
কিন্তু উক্ত আদেশকে আমান্য করে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে আব্দুল শুক্কুর, লোকমান, সোহেল গং বেশ কয়েকজন শ্রমিক দিয়ে নালিশী সম্পত্তিতে অনধিকার প্রবেশ পুর্বক নুরুল আলম গংয়ের পুরোনো মাটির ঘর ভেঙে ফেলে ঐ স্থানে জোরপুর্বক স্থায়ীভাবে আরসিসি পিলার বসিয়ে নতুন পাকা বসতঘর নির্মান কাজ চালিয়ে যাচ্ছেন।
ভুক্তভোগী নুরুল আলম জানান, নির্মান কাজে কেউ বাধা দিলে জানে মেরে ফেলার হুমকি ধমকি দিচ্ছেন এবং দেদারছে কাজ চালিয়ে যাচ্ছেন তারা যারফলে তারা বর্তমানে খুবই অসহায় মানবেতর দিনযাপন করছেন। এব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী গন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy