রকসি সিকদার :
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনে (২০১৩) কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবৈধভাবে চলছে প্রায় অর্ধশতাধিক ইট ভাটা।
পাহাড়ের পাদদেশে,বনাঞ্চল, শিক্ষাপ্রতিষ্ঠান ও বসতবাড়ির আশপাশে গড়ে উঠেছে অবৈধভাবে অনেক গুলো ইটের ভাটা। ফলে পরিবেশ বিপর্যয়সহ জনস্বাস্থ্য মারাত্মক হুমকির মুখে পড়ছে বলে জানান এলাকাবাসী।
সরেজমিনে গেলে দেখা যায় সাতকানিয়া উপজেলা জুড়ে গড়ে উঠেছে প্রায় অর্ধশতাধিক এর বেশি ইটের ভাঁটা যেখানে অর্ধেক এর বেশী ইটের ভাটায় নেই কোন বৈধ কাগজ পত্র। অনেক গুলো ভাটায় জ্বালানি হিসেবে পোড়ানো হচ্ছে বনের কাঠ এবং ইট তৈরির কাঁচা মাল হিসেবে কাঠা হচ্ছে পাহাড়, ফসলি জমি,ফলে পরিবেশ বিপর্যয়, কৃষিকাজ সহ জনস্বাস্থ্য মারাত্মক হুমকির মুখে পড়ছে বলে জানান এলাকাবাসী। এলাকাবাসী ও সচেতন মহলের অভিযোগ অবৈধ ইট ভাটার বিরুদ্ধে অনেক পত্র পত্রিকায় নিউজ প্রকাশিত হলেও কোন রকম অভিযান বা পদক্ষেপ নিতে দেখা যায় নি। বরং উপজেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরব ভূমিকায় ইট ভাটার মালিকরা দিন দিন বেপরোয়া হয়ে পাহাড়ের কাঠ এবং পাহাড়ের মাটি কেটে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে পরিবেশ।
এবিষয়ে সাতকানিয়া ইট ভাটা মালিক সমিতির সভাপতি ফরিদের মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে ফোনে পাওয়া যায় নি।
এবিষয়ে সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মিল্টন বিশ্বাসের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন আমরা অভিযান পরিচালনা করবো অভিযানের সময় পরিবেশ অধিদপ্তরের সহযোগিতার প্রয়োজন হয়। আমরা পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তার সাথে যোগাযোগ করে অবৈধ ইট ভাটা গুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করবো।
এবিষয়ে পরিবেশ অধিদপ্তর উপ-পরিচালক
মোঃ মোজাহিদুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন অবৈধভাবে পরিচালনা করা ইট ভাটা গুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে আশ্বস্ত করেন।