প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৫, ২০২৪, ১:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৯, ২০২৪, ৭:৪৩ পি.এম
সাতকানিয়ায় ১৭ টাকার জন্য যুবককে খুন!
চট্টগ্রামের সাতকানিয়ার ছদাহা ইউনিয়নের মিঠার দোকানে চায়ের দোকানের ১৭ টাকা বিলের বিষয় নিয়ে মাহমুদুল হক নামের এক যুবককে চুরিকাঘাত করে খুন করা হয়েছে।
২৮শে মে (মঙ্গলবার) সন্ধ্যার সময় প্রকাশ্যে চায়ের দোকানের ১৭ টাকা বিলের বিষয়ে নিয়ে রায়হান,সোহাগ,সাইফুল নামের তিন কিশোর গ্যাং এর নেতৃত্বে মাহমুদুল হককে চুরিকাঘাত করে খুন করা হয় বলে নিশ্চিত করেন নিহতের বড় ভাই এনাম।এসময় নিহত মাহমুদুল হকের ভাই সিএনজি চালক জেয়াবুল হকও আহত হয়ে আশংকাজনক অবস্থায় আছে বলে জানা যায়।
নিহত মাহমুদুল হক সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বদিউল আলমের ছেলে।নিহত মাহমুদুল হক আজিমপুরে একটি মৎস ঘেরে দিনমজুরের কাজ করে বলে জানা যায়।
এবিষয়ে নিহত মাহমুদুল হকের পিতা মোঃ বদিউল আলম বলেন,ফেরদৌসের চায়ের দোকানে আমার ছেলে মাহমুদুল হক ১৭টাকার চা নাস্তা করলে ভাংতি টাকা না থাকায় বিল নিয়ে কথা কাটাকাটি হলে আমার ছেলে টাকা ভাংতি করে বিল পরিশোধ করলেও দোকানদার ফেরদৌসের ছেলে রায়হান সব জায়গায় মাহমুদুল হকের বিরুদ্ধে বদনাম করে বেড়ালে এবিষয়ে মাহমুদুল হকের সাথে কথা বাড়াবাড়ি হয় এবং একপর্যায়ে রায়হান তার দলবল নিয়ে ২৭শে মে আমাকেও মারধর করতে উদ্যোত হয়।
এদিকে স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম বলেন-ঘাতক সাইফুল, রায়হান,ও সোহাগরা স্থানীয় ভাবে বেপরোয়া।আমি চাই খুনীরা গ্রেফতার হয়ে আইনের মুখোমুখি হোক।
নিহতের বড় ভাই এনাম,বলেন সাইফুল একই এলাকার সোলাইমানের ছেলে এবং রায়হান চায়ের দোকানদার ফেরদৌসের ছেলে, ও সোহাগ একই পাড়ার মৃত আজিজুল হক রাজামিয়ার ছেলে এরা আমার ভাই কে পরিকল্পিত ভাবে খুন করেছে।
এবিষয়ে মুঠোফোন সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ প্রিটন সরকারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন ঘটনায় জাড়িতদের আটক করার জন্য আমাদের অভিযান চলছে এবং আমরা তদন্ত করে খুনের সাথে জড়িত সবাইকে আইনের আওতায় আনবো।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy