প্রিন্ট এর তারিখঃ মে ২৪, ২০২৫, ১১:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৪, ২০২১, ২:০৯ এ.এম
সাতকানিয়ায় পুলিশ সুপার জাকেরিয়া রহমান জিকুর পক্ষ থেকে উপহার পেল ২৭জন শিশু- কিশোর

আবুল কালাম আজাদ চট্টগ্রাম দক্ষিণ জেলা।
শিশু-কিশোরদের নামাজের প্রতি আগ্রহী করার প্রত্যয়ে জুম বাংলাদেশ চট্টগ্রাম জেলা শাখার আয়োজনে সাতকানিয়ার মির্জাখীল ডিলার পাড়া জামে মসজিদে ৪১দিন টানা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায়কারী ২৭জন শিশু- কিশোরদের উপহার সামগ্রী দেওয়া হয়েছে।
পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার প্রতিযোগীতায় অংশগ্রহণকারী ২৭জন শিশু- কিশোরদের মধ্যে বিজয়ী হন ৫জন। অনুষ্টানে এই ৫জনকে বাইসাইকেল এবং বাকি ২২ জনকে উপহার হিসেবে শিক্ষা সামগ্রী দেওয়া হয়। শুক্রবার ২রাএপ্রিল বাদে আছর উপজেলার মির্জাখীল ডিলার পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে তাদের এ উপহার সামগ্রী প্রদান করা হয়। ডিলার পাড়া জামে মসজিদের সভাপতি শফিকুর রহমান ভুট্টোর সভাপতিত্বে এবং সাংবাদিক মোহাম্মদ আলী রাশেদের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া-লোহাগাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জিকু। মোহাম্মদ শাহজাহানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাংবাদিক আব্দুল আউয়াল জনি,মোঃনাছির উদ্দিন,ডিলার পাড়া মসজিদ পরিচালনা পরিষদের সিনিয়র সহ-সভাপতি মোস্তাক আহমেদ, সহ-সভাপতি ফয়সাল চৌধুরী, সাধারন সম্পাদক উমর ফারুক ও অডিটর খালেদ হোসাইন।
জিকু বলেন যার মধ্যে ধর্মীয় মূল্যবোধ থাকবে সে কখনো অপরাধ করবে না ছোট শিশুদের কে মসজিদ মূখি করো বিভিন্ন অপরাধ থেকে বিরত রাখা
সার্বিক সহযোগীতায় ছিলেন ডিলার পাড়ার তরুণ ব্যবসায়ী আব্দুল মোনাফ ও বশির ফাউন্ডেশনের চেয়ারম্যান বশির আহমদ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy