প্রিন্ট এর তারিখঃ মে ২২, ২০২৫, ১:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২১, ২০২১, ১২:১৯ এ.এম
সাতকানিয়ায় মাইক্রোর নিচে বাইক, প্রাণ গেল ২ যুবকের

চট্টগ্রামের সাতকানিয়ায় মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ২ যুবক নিহত হয়েছেন। শনিবার (২০ মার্চ) সকাল ৭টায় ছদাহা রাজঘাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন লোহাগাড়ার সুখছড়ি এলাকার আব্দুল রহমানের ছেলে ওবাদুল হক (৩০) ও পদুয়া ইউনিয়নের জঙ্গলপদুয়া এলাকার মো. ওসমানের ছেলে মো. নোমান (২২)।
দোহাজারী হাইওয়ে থানার এসআই মো. জাহাঙ্গীর পূর্বকোণকে বলেন, ‘আজ সকাল ৭টায় কক্সবাজারমুখী একটি মাইক্রোবাসের সঙ্গে চট্টগ্রামমুখী বাইকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ওবাদুল হক নামের এক বাইকআরোহী নিহত হন।
আহত অবস্থায় নোমান নামের আরেকজনকে উদ্ধার করে কেরানীহাট আশরেফা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মাইক্রোবাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।’
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy