সাতক্ষীরা -খুলনা মহাসড়কে তেলবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে মা-শিশু ও অজ্ঞাত একজনসহ তিনজনের প্রানহানীর ঘটেছে। একই সময় আহত হয়েছে আরো-৬ জন। তাৎক্ষনিকভাবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। বুধবার (১০মে) বেলা ২টা ৪০ মিনিটে মহাসড়কের মির্জাপুর শ্মশানঘাট নামক স্থানে মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন আশাশুনি উপজেলার খলিশানী গ্রামের আলাউল ইসলামের স্ত্রী তানজিলা খাতুন (৪০) ও তার নবজাতক কন্যা।
নিহতের স্বামী আলাউল ইসলাম জানান, বাড়িতে বাচ্চা ডেলিভারির পর বাচ্চা অসুস্থ হলে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজের নেওয়া হচ্ছিল তাদের । এ সময় মির্জাপুর নামক স্থানে অ্যাম্বুলেন্স টি দুর্ঘটনার কবলে পড়ে স্ত্রী ও নবজাতকের মৃত্যু হয়।
একদিকে প্রত্যক্ষদর্শী মির্জাপুর স্কুলের শিক্ষক সূর্য কান্ত পাল জানান, বেলা আড়াইর দিকে খুলনা থেকে সাতক্ষীরাগামী একটি তেলবাহী ট্রাক ও খুলনাগামী এম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলের মা ও নবজাতকের মৃত্যু হয়। এ সময় অ্যাম্বুলেন্সের ড্রাইভার সহ আরো ৫ জন আহত হয়।
আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল সহ বিভিন্ন স্থানে পাঠানো হয়েছে। তবে তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি ।
চুকনগর হাইওয়ে পুলিশের ওসি মো. শওকাত হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দূর্ঘটনায় আরো ৬জন আহত হয়েছে। তাদের উদ্ধার করে খুলনার দিকে পাঠানো হয়েছে। দূর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করে পুলিশ হেপাজতে নেওয়া হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।