প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৯, ২০২৪, ১২:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩০, ২০২১, ৪:৫৫ পি.এম
সাতক্ষীরায় পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মিহিরুজ্জামান জেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ
সাতক্ষীরায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র্যালী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা পুলিশ ও জেলা কমিউনিটি পুলিশিং কমিটি যৌথভাবে এ কর্মসূচী পালন করে।মুজিববর্ষের পুলিশ নীতি,জনসেবা আর সম্প্রীতি এ প্রতিপাদ্যে শনিবার সকালে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে একটি র্যালি বের করা হয়।র্যালাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয়।জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ডা.আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর সংসদ সদস্য,জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম,পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতী,ডা. মোনোয়ার হোসেন, প্রমুখ।এ সময় বক্তরা অপরাধ দমনে পুলিশকে সহায়তা করার পাশাপশি সকলকে এগিয়ে আসার আহবান জানান।এ কর্মসূচিতে জেলা পুলিশের কর্মকর্তা, সদস্য, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্যরা ও বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহন করে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy