মোঃ শাহিনুর রহমান শাহিন সাতক্ষীরা জেলা প্রতিনিধি:
সাতক্ষীরার কলারোয়ায় আনন্দ মেলার নামে মানুষ নি:স্ব করা অবৈধ লটারী বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় কলারোয়া পৌরসভার সামনে সাতক্ষীরা-কলারোয়া সড়কের উপর অনুষ্ঠিত বন্ধনে সভাপতিত্ব করেন, কলারোয়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম লিটন।
বক্তব্য রাখবেন, সাতক্ষীরা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল জলিল, কলারোয়া পৌর প্রেসক্লাবের সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন, প্রচার সম্পাদক সেলিম হোসেন, বাংলাদেশ প্রেসক্লাব কলারোয়ার যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন, ফৌজি, মিন্টু, ব্যবসায়ী মুজিবর প্রমুখ। বক্তারা বলেন, উপজেলার ফুটবল মাঠে আনান্দ মেলার নামে চলছে অবৈধ লটারী। পুতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত ফেরি করে লটারীর টিকেট বিক্রি করছে অর্ধশত ইজিবাইক। এসব লটারী কিনে প্রতারিত হচ্ছে হাজারো নি¤œ আয়ের মানুষ। সেই সঙ্গে কিশোর গ্যাংয়ের উৎপাত বাড়ছে কলারোয়ায় বিভিন্ন প্রান্তে। বাড়ছে চুরির সংখ্যাও। যার কারণে ইতিমধ্যে সর্বশান্ত হতে শুরু হয়েছেন অনেকে। পারিবারিক অশান্তি দেখা দিয়েছে খেটে খাওয়া মানুষের ঘরে। ২০ টাকা মূল্যের এই লটারীর প্রলোভনে দিশেহারা কলারোয়াবাসী।
পুরস্কারের আশায় প্রতিদিন হাজার হাজার টাকার লটারী টিকিট ক্রয় করে প্রতারিত হচ্ছেন তারা।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy