প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৩, ২০২৫, ১১:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৮, ২০২১, ১১:২৪ পি.এম
সাতক্ষীরার কলারোয়া পৌরসভার উন্নয়ন নিয়ে আলোচনা সভা
মিহিরুজ্জামান জেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ
সাতক্ষীরার কলারোয়া পৌরসভার উন্নয়ন ও নাগরিক ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বক্তারা পৌরসভার সমস্যা,সম্ভাবনা ও উন্নয়নকল্পে নানান পরিকল্পনা ও মতামত তুলে ধরেন।শনিবার দুপুরে কলারোয়া রিপোর্টাস ক্লাবে ওই সভার আয়োজন করে উপজেলা নাগরিক কমিটি।এতে প্রধান অতিথি ছিলেন কলারোয়া পৌরসভার মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল।নাগরিক কমিটির আহবায়ক এডভোকেট কাজী আব্দুল্লাহ আল হাবিবের সভাপতিত্ত্বে এবং সদস্য সচিব এসএম জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ছিলেন জেলা নাগরিক কমিটির যুগ্ম আহবায়ক আলিনুর রহমান খাঁন,কলারোয়া পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর আসাদুজ্জামান তুহিন,পৌরসভার সদ্য অবসরপ্রাপ্ত প্রকৌশলী ওয়াজিহুর রহমান,উপজেলা জামে মসজিদের খতিব মুফতি মাওলানা মতিউর রহমান ও বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীন।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আরিফুল হক চৌধুরী,মোস্তফা হোসেন বাবলু, জাহাঙ্গীর ইসলাম,তাজউদ্দীন আহমদ রিপন, পৌরসভার যুবলীগের সভাপতি শামিমুল ইসলাম মিলন প্রমুখ।পলাশ চৌধুরী বলেন,রাস্তার পাশে ও নতুন বিল্ডিং করার আগে ড্রেনের জায়গা রাখার ব্যবস্থা করা,ঢালাই রাস্তা নির্মাণ এখন সময়ের দাবি।জেলা নাগরিক কমিটির যুগ্ম আহবায়ক আলিনুর খাঁন বলেন,ভোমরা থেকে নাভারণ পর্যন্ত প্রশস্ত রাস্তা নির্মাণ করা হবে।তখন রাস্তার পাশের জায়গা প্রয়োজন পড়বে।এছাড়া একটি দীর্ঘ মেয়াদী পরিকল্পনা করে পৌরসভার উন্নয়নে এগিয়ে যেতে হবে।শিশুদের জন্য পার্ক তৈরির দাবি করে আরিফ মাহমুদ বলেন,কলারোয়া পৌরসভার নাগরিকদের মেয়র ও কাউন্সিলদের নিকট প্রত্যাশা অনেক।ড্রেন নিয়মিত পরিস্কার না হওয়ার কারণে অনেক জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। গুরুত্বপূর্ণ অনেক স্থানে সন্ধ্যার পর ভুতুড়ে অবস্থা বিরাজ করে,সেখানে রোড লাইট সংযোজন জরুরি।পৌরসভার প্রাণকেন্দ্রের কয়েকটি রাস্তা সংস্কার করাও জরুরি।সরকারি কবরস্থান পরিস্কার করে সেখানে লাইটিং এর ব্যবস্থা করার দাবি করেন মাস্টার শেখ শাহীন।পৌর কাউন্সিলর আসাদুজ্জামান তুহিন বলেন, উন্নয়ন নির্ভর করে অর্থায়ন সাপেক্ষ।প্রকৌশলী ওয়জিহুর রহমান বলেন,বর্তমান সরকারের দেওয়া CTEIP প্রজেক্ট বাস্তবায়ন হলে কলারোয়া পৌরসভার অধিকাংশ সমস্যা সমাধান হয়ে যাবে।প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল বলেন,আজকের এই সভার আয়োজন আমাকে সঠিক পথে পরিচালনা করার পথেয় হিসাবে পথ দেখাবে।কলারোয়া পৌরসভার উন্নয়নে কোন বাধা আমাকে বিচূত্য করতে পারবে না।উন্নয়ন প্রকল্পের অর্থ কোন প্রকার দূর্নীতি করা হবে না,নয় ছয় করলে কেউ ছাড় পাবে না।আমি পর্যায়ক্রমে কলারোয়া পৌরসভার এইসব উন্নয়ন বাস্তবায়নের চেষ্টা করে যাব।তিনি পৌরসভার বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরেন।ঢাকা থেকে উন্নয়ন প্রজেক্ট আনার ক্ষেত্রে কেউ কেউ বাঁধার সৃষ্টি করছে বলে অভিযোগ করে পৌর মেয়র বুলবুল বলেন,যত বাঁধা তত স্রোত বাড়ে,তেমনি কলারোয়া পৌরসভার উন্নয়নের ক্ষেত্রে যত বাঁধা আসবে তত উন্নয়ন হবে।মাদকমুক্ত কলারোয়া পৌরসভা গঠন করার জন্য খেলার আয়োজন করা ও যুব সমাজকে ক্রীড়ামুখি করে তোলার চেষ্টা চলছে।কলারোয়া পৌরসভার কেন্দ্রীয় শহীদ মিনার আগামী বিজয় দিবসের মধ্যে নতুনরুপে ফুঁটে উঠবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy