মিহিরুজ্জামান জেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ
সাতক্ষীরার কলারোয় থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে উপজেলার খাসপুর গ্রামের আবু তালেব সরদারের বসত বাড়ির আঙ্গিনা হতে ৬ ফুঠ উচচতার একটি গাঁজা গাছ উদ্ধার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে দিবাগত রাত সাড়ে ১২টার দিকে থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবিরের নির্দেশনায় এস আই রঞ্জন ও এ এস আই সাইফুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে গাঁজা গাছ জব্দ করা হয়। সেই সাথে আটক করা হয় গাঁজাচাষী আবু তালেব সরদারকে।এই ঘটনায় ২০১৮ সালের মাদক দ্রব্য আইনে ৩৬/১এর ১৮ এর ‘ক’ ধারায় আবু তালেবকে আসামি করে মামলা (নং-০১) করা হয়েছে।এদিকে, শনিবার দুপুরের দিকে আটক আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগরে প্রেরণ করা হয়েছে বলে কলারোয়া থানার ওসি মীর খায়রুল কবির জানান।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy