সাতক্ষীরার কালিগঞ্জে লকডাউন ভিতরে কুশুলির গরুর হাট জমজমাট
মিহিরুজ্জামান জেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ সাতক্ষীরার কালিগঞ্জে করোনার ভয়াবহ পরিস্থির মাঝেও প্রশাসনকে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে উপজেলা সদরের কুশুলিয়ায় প্রতি বুধবার বসছে জমজমাট পশুর হাট। আর শনিবার বসছে শুধুমাত্র পণ্যের হাট।গতকাল বুধবার বেলা সাড়ে ১২ টার সময় সরেজমিনে ওই হাটে গেলে দেখা যায়, সামাজিক দূরত্বের বলাই নেই ও মুখে মাস্ক পরার কোনো বালাই নেই। হাজার হাজার মানুষের সমাগম হচ্ছে ওই পশুর হাটে। এছাড়া সেখানে হাটবার হিসেবে বিভিন্ন পণ্যের বাজারে ব্যাপক জনসমাগম লক্ষ করা গেছে। এতে করোনাভাইরাস সংক্রমণ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে সচেতন মহল।মাস্কবিহীন আব্দুল জব্বার ও সাত্তার নামে দুই গরু বেপারির সঙ্গে কথা হলে তারা বলেন, মাস্ক পকেটে আছে। প্রচন্ড গরমে দম ছাড়তে কষ্ট হচ্ছে। ওসব করোনা আমাদের হবে না।বাজারে গরু কিনতে আসা রফিকুল ইসলাম নামে ব্যক্তি বলেন, মাস্ক বাড়িতে ফেলে রেখে এসেছি। তবে এবার হাটে আসলে অবশ্যই মাস্ক নিয়ে আসবো।নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি জানান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সরকার দলীয় এমপির কালিগঞ্জ প্রতিনিধি কাজী সজলের ছোট ভাই কাজী বায়জিত হাটটি ইজারা নিয়েছে। তারা প্রশাসনকে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে ক্ষমতায় অপব্যবহার করে করোনার ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিদারছে পশুর হাট চালিয়ে যাচ্ছে।হাটের ইজারাদার কাজী বায়জিতের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা প্রায় ১৫ লক্ষ টাকা দিয়ে হাটটি ইজারা নিয়েছি। সরকারি নিয়মে হাট পরিচালিত হচ্ছে। সকাল থেকে ১১ টা পর্যন্ত হাট চলছে। এছাড়া হাটে লোক সংখ্যা কম। আর যারা আসছে সবাই সচেতন।এদিকে এব্যাপারে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের কাছে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি। পরবর্তীতে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবিরের কাছে জানতে চাইলে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে কোন মতেই গরুর হাট বসতে দেওয়া যাবে ন। যারা সরকারি নিয়ম অমান্য করে হাট বসাবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy