1. admin@surjodoy.com : Main : Admin Main
  2. dainiksurjodoy24@gmail.com : admin2020 : TOWHID AHAMMED REZA
  3. editor@surjodoy.com : Daily Surjodoy : Daily Surjodoy
সাতক্ষীরার কুলিয়ায় বিজয়ী প্রার্থীর সমর্থকদের উপর হামলা আহত দুই 
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৩:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতির নিন্ম আদালতে আত্মসমর্পণ জামিন নামঞ্জুর জেল হাজতে প্রেরন ফুলবাড়িতে যথাযথ মর্যাদায় সশস্ত্রবাহিনী দিবস উদযাপিত বাসে উঠাকে কেন্দ্র করে ঢাকা কলেজ ও সিটি কলেজ ছাত্রদের সংঘর্ষে রণক্ষেত্র সাইন্সল্যাব এলাকা আইজিপি হিসেবে নিয়োগ পেলেন বাহারুল আলম পুঠিয়ায় সাথী ক্লিনিককে ১০ হাজার জরিমানা, সাংবাদিকের হুমকি নড়াইলে মদ্যপানে ১স্কুল ছাত্রীর মৃত্যু,আরও ১ জন হাসপাতালে ভর্তি রাজশাহীতে গোপনে মৃত ব্যাক্তির জমি বিক্রয়ের অভিযোগ নিয়োগে বৈধতা না থাকলেও,জাহিনুর বেগমের দাবী তিনি প্রধান শিক্ষক  তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে সড়ক ও রেলপথ অবরুদ্ধ করে রেখেছেন ছাত্ররা

সাতক্ষীরার কুলিয়ায় বিজয়ী প্রার্থীর সমর্থকদের উপর হামলা আহত দুই 

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১, ৪.৫৩ পিএম
  • ২০৭ বার পঠিত
মিহিরুজ্জামান জেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ
স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিস ভাংচুর ও সমর্থকদের উপরে হামলা সম্পর্কিত বিষয়ে গণমাধ্যমে কথা বলার অভিযোগে সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী প্রার্থী আসাদুল হকের সমর্থকদের উপরে হামলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ নৌকা প্রতীকের পরাজিত প্রার্থী আসাদুল ইসলামের সমর্থকদের বিরুদ্ধে।বুধবার সকালে ইউনিয়নের দেওকুল গ্রামে এ ঘটনা ঘটে। এঘটনায় দুইজন আহত হয়েছেন।আহত শফিকুল ইসলাম দেওকুল এলাকার আবুল কাশেমের ছেলে ও আহত গৃহবধূ আলেয়া খাতুন একই এলাকার শফিকুল ইসলামের স্ত্রী।স্থানীয়সূত্রে জানা যায়, গত ২৪ নভেম্বর সন্ধ্যায় কুলিয়া ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আসাদুল হকের নির্বাচনী অফিস ভাংচুর ও তার সমর্থকদেরকে মারধর করে নৌকার প্রার্থী আসাদুল ইসলামসহ তার সমর্থকরা।আর এঘটনা সম্পর্কিত বিষয়ে গণমাধ্যমে কথা বলেন শফিকুল ইসলাম, আলেয়া খাতুনসহ আরও অনেকে। গণমাধ্যমে কথা বলায় আসাদুল ইসলামের সমর্থকরা শফিকুল ইসলাম,আলেয়া খাতুন সহ আরও অনেককে প্রাণনাশের হুমকি-ধামকি দেন। পরবর্তীতে ২৮ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে নৌকার প্রার্থী ঐ এলাকায় হেরে যাওয়ায় পেছনে শফিকুল ইসলাম ও আলেয়া খাতুন মূখ্য ভূমিকা রয়েছে বলে প্রচার হয়।আর এমন ধারণায় পরাজিত প্রার্থী আসাদুল ইসলাম ও তার সহদর ভাই এমাদুল ইসলামের সমর্থকরা এলাকার শফিকুল ইসলাম ও আলেয়া খাতুনকে মারধর করেছে দাবি করেন স্থানীয়রা। এসময় তারা আরও বলেন, বুধবার সকালে দেওকুল এলাকার নৌকার সমর্থক নজরুল ইসলামের ছেলে দেলোয়ার হোসেন, হেনার ছেলে শওকত, আব্দুল খালেকের ছেলে আজগার আলী, সামছুর রহমানের ছেলে মফিজুল ইসলাম, মৃত আশরাফের ছেলে ইসমাঈল হোসেন, মাজেদ আলীর ছেলে কামাল হোসেন, রেজাউল ইসলামের ছেলে মঈনুর রহমান, লালমিয়ার ছেলে আকবার আলী, মৃত জনাব খাঁ’র ছেলে আব্দুস সবুর, জুম্মাতমিস্ত্রীর ছেলে আশরাফ আলী, শফিউদ্দীনের ছেলে আল-আমিন, নজরুল মিস্ত্রীর ছেলে নাজমুল হোসেন, মুত আতর আলীর ছেলে সাদ্দাম হোসেন, রকিব বিশ্বাসের ছেলে বাবু, চাকমা, জিয়া, লাপ্পাসহ অজ্ঞাত ১০/১২জন ব্যক্তি ধারালো অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে শফিকুল ইসলামের বসতবাড়িতে এসে তাকে মারধর করতে থাকেন।
এসময় শফিকুলের স্ত্রী আলেয়া খাতুন এগিয়ে এলে তাকেও মারধর করেন নৌকার সমর্থকরা। এসময় তাদের আত্মচিৎকারে স্থানীয়রা ছুটে আসলে নৌকার সমর্থকরা পালিয়ে যায়। এসময় গুরুতর আহত অবস্থায় শফিকুল ইসলাম ও আলেয়া খাতুনকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করে স্থানীয়রা। এদের ভিতরে শফিকুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া লাগতে পারে বলে জানান কর্তব্যরত চিকিৎসক। এবিষয়ে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ওবায়দুল্লাহ’র সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Comments are closed.

© All rights reserved  2020 Daily Surjodoy
Theme Customized BY CreativeNews