মিহিরুজ্জামান জেলা প্রতিনিধি সাতক্ষীরা:
সাতক্ষীরা শ্যামনগর উপজেলার কৈখালি ইউপি চেয়ারম্যান আব্দুর রহিমকে গুলি করে ও কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে তিন বোরখা পরিহিত সন্ত্রাসী। রবিবার রাত সাতটার দিকে কৈখালি ইউনিয়ন পরিষদের মধ্যেই এ ঘটনা ঘটে।তাকে প্রথমে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেসে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে আসা হয়।চেয়ারম্যানের সঙ্গী ইশরাত আলি জানান, চেয়ারম্যান তার কয়েকজন চৌকিদার দফাদারকে নিয়ে ইউনিয়ন পরিষদের মধ্যে কথা বলছিলেন।এমন সময় বোরকা পরিহিত তিনজন তাকে একটুবাইরে আসতে বলেন। চেয়ারম্যান তাদের ভেতরে আসার কথা বললেও তারা না আসায় তিনি চেয়ার ছেড়ে কক্ষের বাইরে আসতেই শুরু হয় কথা কাটাকাটি। তারা এ সময় তাকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি করে । গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে দরজার চৌকাঠে লেগে ছাদের দিকে চলে যায়। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ার সাথে সাথে তারা তার মাথায় ও পিঠে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy