প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৫, ২০২৫, ৯:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৭, ২০২১, ১:৪৩ এ.এম
সাতক্ষীরার ছয়ঘরিয়ায় আবারও সড়ক দুর্ঘটনা

মিহিরুজ্জামান জেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ
যশোর-সাতক্ষীরার মহাসড়কের ছয়ঘরিয়া এলাকায় কোনভাবেই থামছে না সড়ক দুর্ঘটনা। দু’’সপ্তাহ যেতে না যেতেই সাতক্ষীরা সদরের ছয়ঘরিয়ায় এলাকায় ভোরে আবারো সড়ক দুর্ঘটনার কবলে পড়ে উল্টে গেল ট্রাক।এ ঘটনায় ট্রাক চালক পায়ে ও হেলপার মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছে।আহত চালক নজরুল ইসলাম (৪০) ও হেলপার রাকিব হোসেন (২৭) দু’জনের বাড়ি জয়পুরহাট জেলায়। প্রত্যক্ষদর্শীরা জানান, জয়পুরহাট থেকে ছেড়ে আসা (ঢাকা মেট্রো-১৬-৯৯৫৯) গাড়িটি চারশ’ বস্তা মুড়ির চাল বোঝাই ট্রাক সাতক্ষীরা শহর অভিমুখে যাওয়ার পথে হঠাৎ সোমবার ভোরে ছয়ঘরিয়া মোড়ের প্রধান সড়কের পাশে এলাহী বকস্ এর বাড়ির টিনের তৈরী প্রাচীর ভেঙে ট্রাকটি উল্টে যায়। এতে ট্রাকটির সামনের ও পিছনের অংশ দুমড়ে মুচড়ে ভেঙে গেলেও চালকের পায়ে ও হেলপারের মাথায় আঘাতপ্রাপ্ত হয়। তারা জানান, একই এলাকায় সড়ক দুর্ঘটনা কোন ভাবেই থামছে না। এর দু’সপ্তাহ আগেও এই এলাকায় একটি বালু বোঝাই ট্রাক দুঘর্টনার কবলে পড়ে। অনেকে দুষছেন রাস্তার প্রশস্থতা কম ও অধিকাংশ জায়গায় রাস্তার দু’পাশে নেই মাটি। ফলে একটি গাড়ি অন্য গাড়িকে সাইড দিতে গিয়ে অধিকাংশ সময় ছোট-বড় গাড়ি দুর্ঘটনার কবলে পড়ছে।ট্রাক চালক নজরুল ইসলাম জানান, জয়পুরহাট থেকে মুড়ির চাল নিয়ে সাতক্ষীরা শহরে যাচ্ছিল। হঠাৎ পথিমধ্যে গাড়িটির স্টার্ট বন্ধ হয়ে স্টিয়ারিং লক হয়ে যাওয়ায় এই দুঘর্টনাটি ঘটেছে।সাতক্ষীরা সদর থানার এস,আই মো: শাহজালাল জানান, সকালে ৯৯৯ নাম্বারে ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। ট্রাকটি আসলে কী কারণে দুর্ঘটনার কবলে পড়েছে সেটি এখনো সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy