সাতক্ষীরার তালা উপজেলার ১০ নং খেশরা ইউনিয়নের হরিহর নগর বাজারে দুষ্কৃতীদের দেওয়া আগুনে ১টি বস্তলয়সহ ইলেকট্রনিক্স এর দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে।
শনিবার দিবাগত রাত আনুমানিক ৩টার পরে দুষ্কৃতীদের দেওয়া আগুনে রাঁধা কৃষ্ণ বস্তলয়সহ ইলেকট্রনিক্স এর প্রায় ৫০ লক্ষ’টাকার বস্ত্র সামগ্রী সহ ইলেকট্রনিক্স এর মালা-মাল পুড়ে ছাই হয়ে গেছে,অপর পাশে তার বড় ভাই দিলীপ দেবনাথ এর মুদির দোকানে তালা ভেঙ্গে ক্যাশ টাকা ও সিগারেট নিয়ে পালিয়ে যায়, তার ক্ষতির পরিমাণ ১০ থেকে ১২ হাজার টাকা।দোকানে রাতের আঁধারে শত্রুতার জেরধরে কে বা কারা এই অগ্নিকাণ্ড ঘটিয়েছে এবং তার বড় ভাই দিলীপ দেবনাথ মুদির দোকান থেকে চুরি করে। শনিবার সারাদিন বেচাকেনার পর প্রতিদিনের ন্যায়ে রাতে দোকান বন্ধ করে সাটারের তালা লাগিয়ে বাড়ী যান, রাধা কৃষ্ণ বস্ত্রলয়ের স্বত্বাধিকার দেবাশীষ দেবনাথ, রাত সাড়ে চার টার দিকে স্থানীয় লোকজন জানতে পেরে রাধা কৃষ্ণ বস্ত্রলয়ের স্বত্বাধিকারী দেবাশীষ দেবনাথ কে অবহিত করেন।তিনি ঐ রাতে ছুটে যান তার ব্যাবসা প্রতিষ্ঠানে। ব্যবসা প্রতিষ্ঠানের তালা ও সাটার খুলে আগুন নিয়ন্ত্রণের আনতে বিভিন্নভাবে প্রচেষ্টা চালাই কিন্তু আগুন যখন নিভাইতে সক্ষম হয় তার ভিতরে বস্ত্রালয়সহ ইলেকট্রনিক্সের মালামাল পুড়ে ভস্মীভূত হয়ে যায়।
সংবাদ পেয়ে সাতক্ষীরা, তালা কলরোয়ার- ০১ আসনের সংসদ সদস্য এ্যাড মুস্তফা লুৎফুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি,শেখ নুরুল ইসলাম, উপজেলার চেয়ারম্যান সনদ ঘোষ কুমার, উপজেলার ১০ নং খেশরা ইউনিয়নের চেয়ারম্যান কামরুল ইসলাম টিপু, সাবেক চেয়ারম্যান প্রভাষক রাজিব হোসেন রাজু, রাধাকৃষ্ণ বস্তালয় এন্ড গার্মেন্টস পরিদর্শন করেন।
উক্ত বিষয়ে বাজার ব্যাবসায়ীদের কাছ থেকে জানা যায়,সম্পূর্ণ পরিকল্পিতভাবে দোকানে আগুন লাগিয়েছে এবং তার ভাইয়ের মুদির দোকান থেকে নগদ অর্থ সহ দোকানের কিছু মূল্যবান জিনিসপত্র চুরি করে পালিয়ে যায় দুষ্কৃতিরা। এদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বাজার ব্যবসায়ীরা।
এ বিষয়ে রাঁধা কৃষ্ণ বস্ত্রালয় এন্ড গার্মেন্টসের স্বত্বাধিকারী দেবাশীষ দেবনাথ সাংবাদিকদের বলেন, আমার একটি দোকানে আগুন লাগিয়ে দিয়েছে আর আমার বড় ভাইয়ের দোকানে সাটারের তালা ভেঙ্গে আট থেকে দশ হাজার ক্যাশ টাকা ও কিছু মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। আমার বস্ত্রলয়ে ক্যাশ টাকা ড্রয়ার বাইরে পাওয়া গেছে। এবং তার ভিতরে আট থেকে দশ হাজার টাকা ছিল। এটা টাকার কোন সন্ধান পাওয়া যায় নাই। আমার মনে হচ্ছে এটা পরিকল্পিতভাবে অগ্নিকাণ্ড ঘটিয়েছে। কারণ ক্যাশ ড্রয়ার বাইরে আবার আমার ভায়ের দোকান থেকে মালামাল চুরি করেছে এতে বোঝা যাচ্ছে সবকিছু পরিকল্পিত। এখন থানায় অজ্ঞাতনামা মামলা হয়েছে।
এ বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ চৌধুরী রেজাউল করিম সাংবাদিকদের বলেন,রাঁধা কৃষ্ণ বস্ত্রালয় এন্ড গার্মেন্টসে আগুন লেগেছে আমারা খবর পাওয়া মাত্র সেখানে গিয়েছিলাম, আমরা দেখছি সেখানে পুড়ে সব ছাই হয়ে গেছে। এই বিষয়ে একটি মামলা হয়েছে,তদন্ত চলছে ,তদন্ত সাপেক্ষে সবকিছু বলা যাবে।