মিহিরুজ্জামান, সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ
সাতক্ষীরার পাটকেলঘাটার মির্জাপুরের কেশা বিলের অজ্ঞাত লাশ উদ্ধারের ঘটনায় এক জনকে আটক করেছে পুলিশ।
আটককৃত ওই ব্যাক্তি পাটকেলঘাটা থানার কুমিরা ইউনিয়নের কেশা গ্রামের ইনছার আলী সরদারের ছেলে আতাউর রহমান (৪৬) ও নিহত আশরাফের সরদারের আপন ছোট ভাই।
পুলিশ জানায়, গত ১ অক্টোবর বৃহস্পতিবার পাটকেলঘাটা থানার কুমিরা এলাকায় কেশা বিলের একটি অজ্ঞাত লাশ উদ্ধার করা হয়। অতপর লাশ সনাক্তের জন্য ওই এলাকার কিছু লোক লাশ দেখে চিনতে ব্যার্থ হলে ময়না তদন্ত শেষে লাশ সাতক্ষীরা সরকারি কবরস্থানে দাফন করা হয়।
এরপর প্রাথমিক ময়নাতদন্তের রিপোট অনুযায়ী থানায় একটি হত্যা মামলা দ্বায়ের করা হয়। মামলা নং-১ তারিখ ৩-১০-২০২০। কিন্তু ওই হত্যাকারীরা আত্মীয় স্বজন হওয়ায় কৌশলে বিষয়টা এড়িয়ে যায়। পরবর্তীতে অনুসন্ধানের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামীকে গ্রেফতার করা হয়।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়হিদ মুর্শেদ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় দুই জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার রাতে আতাউর রহমান সরদার নামক এক আসামীকে আটক করা হয়েছে। সে মামলার ঘটনা সংক্রান্ত জিজ্ঞাসাবাদে পুলিশের নিকট তার আপন ভাই আশরাফ হোসেন সরদারকে জায়গা-জমি সংক্রান্ত বিষয়ে হত্যার কথা স্বীকারও করেছে।
গতকাল বৃহস্পতিবার (১৫অক্টোবর) তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy