মিহিরুজ্জামান জেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ
২০২১ সালের যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি ও মাদরাসা শিক্ষাবোর্ডের অধীনে দাখিল ও কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে রবিবার সকাল ১০ টা হতে বেলা ১১ টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে।
সাতক্ষীরার পাটকেলঘাটার ৩ টি কেন্দ্র যথাক্রমে আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়, কুমিরা পাইলট বালিকা বিদ্যালয, খলিষখালী কেএমসি ইন্সটিটিউশন কেন্দ্র ও তালা বিদে সরকারী উচ্চ বিদ্যালয়, শহীদ আলী আহম্মদ বালিকা বিদ্যালয়, শুভাশুনি মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা বোর্ডের অধীনে পাটকেলঘাটা আলামিন ফাজিল মাদরাসা ও তালা আলিয়া ফাজিল মাদরাসা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেন্দ্র সচিবদের দেওয়া তথ্য মতে পরীক্ষা গ্রহণের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
পাটকেলঘাটা আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে হতে ৬৫৪ জন, কুমিরা পাইলট বালিকা বিদ্যায়ে কেন্দ্র হতে ৫৩৩ জন, খলিশখালী কে এম এস সি ইনস্টিটিউশন কেন্দ্র হতে ৫১৪ জন, পাটকেলঘাটা আল আমিন মাদ্রাসা কেন্দ্র হতে ৪০৮ জন, তালা বিদে উচ্চ বিদ্যালয় কেন্দ্র হতে ৫৭৬ জন, শহীদ আলী আহমদ বালিকা বিদ্যালয় কেন্দ্র হতে ৩৯৩ জন শুভাশুনি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র হতে ২৫২ জন তালা আলিয়া ফাজিল মাদরাসা কেন্দ্র হতে ৪১২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।২০২১ সালে ১৪ নভেম্বর তালা উপজেলার ৬ টি কেন্দ্র হতে ২৯৪৮ জন ও মাদরাসা শিক্ষাবোর্ডের অধীনে দুটি কেন্দ্রে ৮২০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে বলে কেন্দ্র সুত্রে জানা যায়। তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আতিয়ার রহমান জানান পরীক্ষা গ্রহনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy