প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১০, ২০২৫, ৮:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২১, ২০২১, ৯:০৩ পি.এম
সাতক্ষীরার বাইপাসে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রশস্ত্র সহ গ্রেপ্তার দুই
মিহিরুজ্জামান জেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ
সাতক্ষীরার বাইপাসে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রশস্ত্র সহ দুই জন ডাকাত কে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।গ্রেপ্তারকৃতরা হলেন সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার লুৎফর রহমান কারিকর টুকুর ছেলে আল মামুন শান্ত ও এয়াকি এলাকার রবিউল শেখ এর ছেলে রাব্বি শেখ।শুক্রবার গভীর রাতে তাদেরকে বাইপাস সড়কের কাশেমপুর শুকুর আলীর ইটভাটার সামনের থেকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল।জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ইয়াছিন আলম চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, বাইপাস সড়কের মেডিকেল কলেজ টু বিনেরপোতা গামী পাকা রাস্তার পাশে কতিপয় দুষ্কৃতকারী মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে বাইপাস সড়কের কাশেমপুর এলাকায় অভিযান চালিয়ে দুই জন ডাকাত কে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছে থেকে দেশীয় অস্ত্র কয়েকটি চাইনিজ কুড়াল, হাতুড়ি, সেলাইরেঞ্জ উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy