মিহিরুজ্জামান জেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ সাতক্ষীরার ভোমরায় পল্লী শ্রী হাইস্কুল কেন্দ্রে বোমা হামলার খবর পাওয়া গেছে। বেলা দেড়টার দিকে পার্শ্ববর্তী কুলিয়া ইউনিয়ন থেকে শতাধিক যুবক সেখানে উপস্থিত হয়ে ১০০/১৫০টি বোমার বিষ্ফোরণ ঘটায়। এর ফলে আতঙ্কের সৃষ্টি হয়। ভোটাররা দিগবিদিক ছোটাছুটি করে ভোট কেন্দ্র ত্যাগ করে। এ সময় পুলিশ লাঠিচার্জ করে সন্ত্রাসীদের হটিয়ে দেয়।প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি কালো গাড়িতে সাতক্ষীরা থেকে যাওয়া একদল ব্যক্তি ভোমরা পল্লীশ্রী হাইস্কুল ভোট কেন্দ্রে উপস্থিত হয়। এ সময় তাদের পক্ষের ১৫/২০ জন সমর্থক সেখানে উপস্থিত হয়। গাড়ির লোকজন গাড়ির ভিতর থেকে সমর্থকদেরকে এভাবে ভোট হলে হেরে যেতে হবে বলে উষ্কানী দেন। এ সময় স্থানীয় সাংবাদিকরা ছবি তুলতে গেলে তাদেরকে বাধা দেওয়া হয় এবং গাড়িটি চলে যায়। ঐ গাড়িতে একজন সংসদ সদস্য ছিলেন এমন খবর এলাকায় প্রচার হয়। এ সময় উপস্থিত যুবকরা ভোট কেন্দ্রে ঢোকার চেষ্টা করলে পুলিশী বাধার মুখে তা ব্যর্থ হয়।তবে ভোটকেন্দ্রের আশে পাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাধারণ ভোটাররা ভোট কেন্দ্র ত্যাগ করে। এদিকে ঘটনার পরপরই পাশ্ববর্তী কুলিয়া এলাকা থেকে ১০০/১৫০ যুবক ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করওে পুলিশী বাধার মুখে তারা ব্যর্থ হয়।বেলা দেড়টার দিকে তারা ১০০/১৫০ বোমা ফাটিয়ে ত্রাস সৃষ্টি করে। পরপরই পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এদিকে ঘটনার পর থেকে সেখানে থমথমেভাব বিরাজ করছে।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..