মিহিরুজ্জামান জেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ
সাতক্ষীরার শ্যামনগরে কলেজ শিক্ষার্থীদের করোনার টিকা দিতে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।কলেজ অধ্যক্ষ অভিযোগ স্বীকার করে বলেছেন সাতক্ষীরা থেকে টিকা আনতে যে খরচ হয়েছে সেই টাকাটা শিক্ষার্থীদের কাছ নেওয়া হচ্ছে।শ্যামনগরের নওয়াবেকী কলেজের ২য় বর্ষের ছাত্র সুজন বলেন,টিকা নিতে আমার কাছ থেকে ১৫০ টাকা নিয়েছে। টাকা জমা না দিলে টিকা দিবে না বলায় আমি টাকা দিয়ে টিকা নিয়েছি।২য় বর্ষের শিক্ষার্থী আজাহুর বলেন, টিকা দিতে আমার নিকট থেকে ১৫০ করে টাকা নিয়েছে,তবে শুনলাম টিকা দেওয়ার পর টাকা ফিরিয়ে দিবে।একই কলেজের ছাত্র হারুনসহ একাধিক শিক্ষার্থী বলেন,তাদের কাছ থেকেও ১৫০ করে টাকা নিয়েছে।শ্যামনগর সরকারি মহাসিন কলেজের অধ্যক্ষ ড.এ কে এম আব্দুর রহমান টাকা নেওয়ার কথা স্বীকার করে বলেন, সাতক্ষীরা থেকে টিকা আনতে যে খরচ হয়েছে সেই টাকাটা শিক্ষার্থীদের কাছ নেওয়া হচ্ছে। যদি অতিরিক্ত টাকা থাকে তাহলে শিক্ষার্থীদের ফিরিয়ে দেওয়া হবে।শ্যামনগর স্বাস্থ্য কর্মকর্তা অজয় সাহা বলেন,এবিষয় টা আমাদের না,ওটা কলেজ কতৃপক্ষ ভালো জানে।শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আ ন ম আবুজার গিফারী বলেন,টিকা দিতে তো কোন টাকা নেওয়ার কথা না।টিকা ফিরি দিচ্ছে সরকার।যদি কেউ টাকা নেয় তাহলে ব্যবস্থা নেওয়া হবে।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..