সাতক্ষীরার শ্যামনগরে জাপান সফট সেল ক্লোড গুদামে আগুন লেগে ক্ষতি
মিহিরুজ্জামান জেলা প্রতিনিধি সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন বুড়িগোয়ালিনী এলাকায় অবস্থিত জাপান সফট সেল ক্লোড স্টোরেজ গুদামে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।স্থানীয় ব্যক্তি আকরাম, রুস্তুম আলী জানান, সকাল আনুমানিক ১১ টার পর জাপান সফট সেল ক্লোড স্টোরেজের গুদামে আগুন লাগার ধোয়া দেখতে পান। এ পরই স্থানীয়রা ও ক্লোড স্টোরেজের কর্মচারীবৃন্দ মিলিয়ে শতাধিক মানুষ পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এ সময় কালিগঞ্জ ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে আসার পর দুপুর দেড় টার মধ্যে পুরাপুরি আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।আগুন লাগার কারণ হিসাবে স্থানীয় রিপোটার বেল্লাল হোসেন বলেন গুদামের পাশে রক্ষিত মংলা আবর্জনার স্তুপ থেকে বিড়ি সিগারেটের আগুন থেকে গুদামে আগুন লাগতে পারে। অপরদিকে ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন গুদামের পাশে রান্না ঘর রয়েছে সেখান থেকে আগুনের সুত্রপাত ঘটতে পারে। স্থানীয়া বলেন আগুনে পুড়ে গেছে প্রায় ১৫/১৬ শত কাঁকড়ার খাঁচা।এ ছাড়া