প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৯, ২০২৫, ১:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৪, ২০২১, ৩:১৫ এ.এম
সাতক্ষীরার শ্যামনগরে তরুণদের জলবায়ু ধর্মঘট

মিহিরুজ্জামান জেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ
বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক’ কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে জলবায়ু ধর্মঘট পালন করেছে সাতক্ষীরার শ্যামনগরের তরুণরা শ্যামনগরের কাশিমাড়ী ইউনিয়নের খোলপেটুয়া নদীর পাড়ে সমবেত তরুণরা নানান দাবি সংবলিত প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিতে থাকেন।পরিবেশবাদী সংগঠন ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস, প্রতীকী যুব সংসদ ও কোস্টাল ইয়ুথ অ্যাকশন হাবের আয়োজনে ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস সাতক্ষীরা ইউনিটের সহ-সমন্বয়ক রাইসুল ইসলাম এর সভাপতিত্বে এই ধর্মঘট পালিত হয়। এতে বক্তারা বলেন, আগামী ৩১ অক্টোবর স্কটল্যান্ডে জলবায়ু সম্মেলন (কপ-২৬) শুরু হতে যাচ্ছে। ২০১৫ সালে প্যারিসে অনুষ্ঠিত বৈঠকের পর এটিই সবচেয়ে বড় জলবায়ু সম্মেলন।বক্তারা বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির হার ১ দশমিক ৫ ডিগ্রিতে সীমিত রাখতে উন্নত দেশগুলোকে চাপে রাখাসহ প্যারিস চুক্তি বাস্তবায়নের দাবি জানান। তারা বলেন, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির হার কমাতে প্রতিশ্রুতির ফুলঝুরির পরিবর্তে বিশ্বনেতাদের জরুরি কার্যক্রম গ্রহণ এবং পদক্ষেপ নিতে হবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy