মিহিরুজ্জামান জেলা প্রতিনিধি সাতক্ষীরা:
সাতক্ষীরার শ্যামনগরের কালভার্টের উপর থেকে পরিত্যক্ত অবস্থায় ব্যাগে মধ্যে মিললো এক ফুটফুটে নবজাতক শিশু।ভোরে আজান দিতে যাওয়ার সময় শ্যামনগর বাস টার্মিনাল সংলগ্ন কালভার্টের উপরে পরিত্যক্ত ব্যাগের মধ্যে কান্নার আওয়াজ শুনে এগিয়ে যান বাস টার্মিনাল মসজিদের মুয়াজ্জিন সামসুর রহমান।তাৎক্ষণিক তিনি নবজাতক শিশুটিকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এবং বিষয়টি লিখিতভাবে উপজেলা নির্বাহী অফিসারকে জানান।বর্তমানে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং উপজেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে সার্বক্ষণিক পরিচর্যা করা হচ্ছে।উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান জানান, যদি কেউ ছেলে শিশুটিকে দত্তক হিসেবে নিতে চায় তাহলে আগামী ৪ মার্চ বেলা ১১টার মধ্যে উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা, শ্যামনগর অথবা সদস্য সচিব ও উপজেলা সমাজসেবা অফিসার শ্যামনগর বরাবর লিখিত আবেদন করতে হবে।তিনি আরও জানান, শিশু কল্যাণ বোর্ডের জরুরি সভার মাধ্যমে শিশুটির স্থায়ী পরিচর্যার বিষয়টি সুনিশ্চিত করা হবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy