মিহিরুজ্জামান জেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মাজাট অনন্তপুর গ্রামে নুরনাহার বেগম (৪০) নামে এক মহিলার ভাসমান মরাদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার ভোর ৬ টার দিকে পুলিশের উপ-পরিদর্শক (এস,আই) হাবিবুর রহমান স্থানীয় মোশারফের মাছের ঘের হতে ভাসমান অবস্থায় মহিলার মরাদেহ উদ্ধার করে।
তিনি ওই গ্রামে আব্দুল গফফার গাজীর স্ত্রী।শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে মৎস্য ঘের হতে ভাসমান অবস্থায় মহিলার মরাদেহ উদ্ধার করে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শ্যামনগর থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy