প্রিন্ট এর তারিখঃ মে ৭, ২০২৫, ৭:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৯, ২০২১, ১২:৩৩ এ.এম
সাতক্ষীরার শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ফ্রি অক্সিজেন সিলিন্ডার দিলেন এমপি জগলুল
সাতক্ষীরার শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ফ্রি অক্সিজেন সিলিন্ডার দিলেন এমপি জগলুল
মিহিরুজ্জামান জেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ
সাতক্ষীরার শ্যামনগরে করোনা ভাইরাসে আক্রান্ত বা উপসর্গের কারণে বেশিরভাগ রোগী শ্বাসকষ্ট সহ নানা সমস্যায় ভুগছেন।
এ অবস্থায় অনেক করোনা রোগীর হঠাৎ করেই দেহের অক্সিজেন ঘাটতি দেখা দিচ্ছে অক্সিজেন স্বল্পতার কারণে অনেকে মৃত্যুবরণও করছেন।এই ক্রান্তিকালে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার এর পক্ষ থেকে করোনা রোগীদের চিকিৎসা তথা স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯ টি অক্সিজেন সিলিন্ডারসহ ফুল সেট ফ্রি হস্তান্তর করেছেন।
সংসদ সদস্যের পক্ষে পুত্র উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক এস এম সায়েদ বিন হায়দার রাজিব এগুলো উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ অজয় কুমার শাহার কাছে হস্তান্তর করেন। ৮ জুলাই বৃহস্পতিবার সকাল ১০টায় শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এগুলো হস্থান্তর করা হয়।
শ্যামনগর কালিগঞ্জ আংশিক আসনের এমপি এস এম জগলুল হায়দার জাতীয় সংসদ চলাকালীন সময়ে ঢাকায় অবস্থান করায় তার পক্ষ থেকে তারই মেজো পুত্র এস এম সায়েদ বিন হায়দার রাজিব উক্ত অক্সিজেন সিলিন্ডার গুলি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডাঃ বিপ্লব কুমার দে, ডাঃ হাইকুল ইসলাম, এস এম ফেরদাউস হায়দার, হাফিজুর রহমান সরদার, মোস্তাহিদ সুমন, একরামুল হক লায়েস, মাহাবুব আলম বাবু প্রমুখ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy