সাতক্ষীরার সদরে রাস্তাগুলো যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে
মিহিরুজ্জামান জেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ
সাতক্ষীরায় সদর উপজেলার অধিকাংশ পাকা রাস্তা খানা-খন্দে পরিণত হয়েছে। রাস্তাগুলো উপর থেকে পিচ উঠে গিয়ে ইটের খোয়া বের হয়ে গেছে। রাস্তার পিচ ও খোয়া উঠে সৃষ্টি হয়েছে ছোট-বড় গর্ত। মরণ ফাঁদ পরিণত হয়েছে রাস্তাগুলো। দুর্ভোগের যেন অন্ত নেই। সামান্য বৃষ্টি হলেই এসব গর্তে জমে পানি। সেই পানি রাস্তা ধ্বংস করছে। ছোট ছোট গর্তে পানি জমার কারণে রাতারাতি তা বড় গর্তে পরিণত হচ্ছে। এতে করে ঘটছে দুর্ঘটনা।
সরজমিনে দেখা যায়, কদমতলা থেকে বৈকারী রাস্তা, বকচরা বাইপাস মোড় হতে বকচরা রাস্তা, নারায়নজোল রাস্তা, বাবুলিয়ার রাস্তা, বেতলার রাস্তা, দেবনগর রাস্তা, মাগুরার রাস্তা, ছয়ঘরিয়ার রাস্তাসহ উপজেলার বিভিন্ন স্থানে রাস্তার পিচ ও খোয়ার ছাল চামড়া ওঠে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। বর্ষায় বড় বড় গর্তে হাঁটু পানি জমাট হয়ে থাকে। এসব রাস্তায় যাত্রীরা যানবহনে চলাচল করে ঝুঁকি নিয়ে। পানির উপর দিয়ে পথচারীরা চলাচল করে। দুর্ঘটনার আশংকায় সদা বুক দুরুদুরু করে।
পথচারীরা জানান, এসব রাস্তা নির্মাণ ও সংস্কারে সরকারি বরাদ্দ হয় কোটি কোটি টাকা। টেন্ডারের মাধ্যমে ঠিকাদাররা এসব রাস্তাগুলোর কাজ করেছেন। কিন্তু এলজিইডির তদারকির অভাবে ঠিকাদাররা রাস্তার কাজ যেনতেনভাবে করে বেরিয়ে যায়। আর বছর দুই যেতেই রাস্তার ছাল চামড়া উঠে খানাখন্দে পরিণত হয়। পিচের রাস্তা যেন কাঁচা রাস্তায় রুপ ধারণ করে। দীর্ঘদিন ধরে এসব রাস্তার বেহালদশা। এ রাস্তাগুলো সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন পথচারীরা।