সাতক্ষীরায় অসহায় দুই পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেন জেলা জজ শেখ মফিজুর রহমান
মিহিরুজ্জামান জেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ সাতক্ষীরায় ক্যান্সার রোগে আক্রান্ত অসহায় দিন মজুর দুই পরিবারের পিতা-মাতার হাতে চিকিৎসা সহায়তা বাবদ নগদ অর্থ তুলে দিলেন সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান। তিনি গতকাল বৃহস্পতিবার বিকেলে ক্যান্সার আক্রান্ত সদরের আলীপুর গ্রামের দিন মজুর হাফিজুর রহমানের মাতা রোমেছা বেগম ও ভবানীপুর গ্রামের নাজমুল ইসলাম এর পিতা গোলাম রব্বানীর হাতে নগদ অর্থ তুলে দেন। জানা যায়, সদরের আলীপুরের হাফিজুর রহমান ও ভবানীপুরের নাজমুল ইসলাম পেশায় দিন-মজুর। অভাব অনাটনের সংসার তাদের। দু-জনেরই রয়েছে স্ত্রী সহ দুইটি করে সন্তান। কয়েক মাস আগে হাফিজুর রহমান গ্রাম্য ডাক্তার দিয়ে পাইলস অপারেশন করালে তা জটিল আকার ধারণ করে। এছাড়া নাজমুল ইসলামও মলদ্বারে টিউমার নিয়ে ভূগছিলেন দীর্ঘদিন ধরে। তারা উভয়ে কম খরচে সঠিক চিকিৎসার জন্য ডা: মনোয়ার হোসেনের সাথে যোগাযোগ করেন। তিনি পরীক্ষা-নিরীক্ষা শেষে দেখতে পান দুই জনই মলদ্বারে টিউমার হয়ে ক্যান্সার রোগে আক্রান্ত এবং রোগের এ পর্যায়ে অপারেশন সম্ভব নয়, প্রথমে রেডিও এবং কেমোথেরাপি একসাথে দিয়ে টিউমার ছোট করে নিতে হবে , যা ঢাকায় ছাড়া সম্ভব নয় এবং প্রচুর ব্যয়-বহুলও বটে। বিষয়টি জানার পর দিন-মজুর ওই পরিবার দুটিতে নেমে আসে অমানিশার অন্ধকার। এক পর্যায়ে ডা: মনোয়ার হোসেন বিবেকের তাড়নায় পরিবার দুটির সাহায্যের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজ বুকে একটি মানবিক স্ট্যাটাস দেন। স্ট্যাটাসটি দেখে সাতক্ষীরা জজ কোর্টের এক সময়ের জারী কারক মৃত আলী আকবরের কন্যা (বর্তমানে ঢাকায় বসবাসরত) ফয়জুন্নাহার সহেলী সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান এর মাধ্যমে ওই পরিবার দুইটিকে আর্থিভাবে সাহায্যের জন্য মনস্থির করেন। সে অনুযায়ী বেশ কিছু নগদ অর্থ পাঠান সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান এর নিকট। তিনি গতকাল অর্থগুলি অসহায় পরিবার দুটির হাতে তুলে দেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy