মিহিরুজ্জামান, জেলা প্রতিনিধি সাতক্ষীরা:
সাতক্ষীরা সদর বাঁকাল এলাকার ঘের ব্যবসায়ী সবুরের ইট ভাটার সেফটি ট্রাংক থেকে ১০ দিন নিখোঁজের পরে ইজিবাইক চালক মইনুর রহমানের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত মইনুর রহমান (১৬) সাতক্ষীরা পাঁচরখী গ্রামের মো: সুরত আলীর ছেলে।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক বিশ্বজিৎ মন্ডল জানান,গত ৩১শে জুলাই বিকালে বাড়ি থেকে মুইনুল তার ইজিবাইক নিয়ে শহরে আসে। সন্ধ্যা ৭ টা পর্যন্ত ইজিবাইক চালানোর পরে সে নিখোঁজ হয়।গত ১ আগস্ট মুইনুলের চাচা আফছার আলী সদর থানায় একটি নিখোঁজের জিডি করেন।জিডির সূত্র ধরে প্রযুক্তি ব্যবহার করে পুলিশ হুমায়ন কবীর (৩৬) কে আটক করে জিঞ্জাসাবাদ করে।হুমায়নের স্বীকারউক্তি মোতাবেক পুলিশ তাকে সাথে নিয়ে মইনুরের লাশ উদ্ধার করে। হুমায়ন সাতক্ষীরার আলীপুর গ্রামের আহাদ আলীর ছেলে।
এদিকে মইনুরের ইজিবাইকটি হুমায়নের শ্বশুর বাড়ি শ্রীরামপুর থেকে উদ্ধার করা হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy