প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৩০, ২০২৪, ৮:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৮, ২০২১, ১১:১৮ পি.এম
সাতক্ষীরায় ইয়াবা সহ এক ব্যাংক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ
মিহিরুজ্জামান জেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ
সাতক্ষীরায় ৪০০ পিস ইয়াবা সহ এক ব্যাংক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার সন্ধ্যায় সাতক্ষীরা সদরের এল্লারচর এলাকার মরিচ্চাপ নদীর বেড়িবাঁধের উপর থেকে তাকে আটক করা হয়।
আটককৃত আসামি আবু হাসান (৩৯)। তিনি পুরাতন সাতক্ষীরা পুলিনপাড়ার জালালউদ্দিন সরদারের ছেলে ও কৃষি ব্যাংক সাতক্ষীরার ঘোনা শাখার ফিল্ড অফিসার।সাতক্ষীরার গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছিন আলম চৌধুরী জানান, ব্যাংকে চাকুরি করার পাশাপাশি নিজের ভ্যাগের পরিবর্তেণের জন্য আবু হাসান মাদক ব্যবসা করছেন মর্মে তাদের কাছে খবর আসে।
এরই ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় এল্লারচর এলাকার মাদক ব্যবসায়ী জনৈক মামুনের কাছ থেকে তিনি ইয়াবা নিয়ে ফেরার সময় মরিচ্চাপ নদীর বেড়িবাঁধের উপর থেকে আবু হাসানকে আটক করা হয়।
এ সময় তার দেহ তল্লাশি করে প্যান্টের পকেটে থাকা ১০০পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ি তার বাড়ির টেবিলের ড্রয়ার থেকে আরো ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে শনিবার বিকেলে আদালত চত্বরে আবু হাসানের কাছে জানতে চাইলে তিনি কোন মন্তব্য করতে চাননি।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দোলোয়ার হুসেন জানান, এ ঘটনায় গোয়েন্দা পুলিশের সহকারি উপপরিদর্শক মোঃ ফজলুল করিম বাদি হয়ে শুক্রবার রাতেই আবু হাসানের নাম উল্লেখ করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১)/১০(ক)/৪১ ধারায় একটি মামলা দায়ের করেছেন।
শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy