প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৬, ২০২৪, ৮:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৩, ২০২১, ১২:২২ এ.এম
সাতক্ষীরায় ঈদের পরের দিন সড়ক দুর্ঘটনায় নিহত দুই আহত দুই
সাতক্ষীরায় ঈদের পরের দিন সড়ক দুর্ঘটনায় নিহত দুই আহত দুই
মিহিরুজ্জামান জেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ সাতক্ষীরার সদরে রাস্তার মাঝখানে পুঁতে রাখা খুঁটিতে মটর সাইকেলের ধাক্কা লেগে এক কিশোর নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো ২ কিশোর। আজ বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরার শিবপুর ইউনিয়ন পরিষদের সামনে এ দূর্ঘটনা ঘটে ওই কিশোর মারাত্মক আহত হয়। পরে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানেই ওই কিশোর মারা যায়।কিশোর শামীম হোসেন (১৭) কলারোয়া উপজেলার কাকডাঙ্গা গ্রামের মৃত আমজেদ আলীর ছেলে। আহতরা হলেন শামীমের বন্ধু আলামিন ও ইমামুল। নিহতের বন্ধু আলামিন বলেন, দুপুরে কয়েকজন বন্ধু মিলে মটরসাইকেল যোগে দেবহাটা রূপসী ম্যানগ্রোভ ফরেস্টে ঘুরতে যাচ্ছিলাম। শামীম মটর সাইকেল চালাচ্ছিল আর আমি ও ইমামুল বসেছিলাম।
এসময় শিবপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন রাস্তায় পুঁতে রাখা খুটিতে শামীম মটর সাইকেলটি সজোরে ধাক্কা দেয়। এতে শামিমের বুকে প্রচন্ড আঘাত লেগে পড়ে যায় আর আমরা মটর সাইকেল হতে ছিটকে পড়ি। পরে শামীমকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কিছু সময় পর সে মারা যায়। সাতক্ষীরার সদর থানার ডিউটি অফিসার এস,আই মেহেদী বলেন, হাসপাতাল হতে থানায় জানানো হলে। একজন অফিসারকে পাঠানো হয়েছে।অপর দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কে (সাতক্ষীরা টু ঢাকা) রোজিনা পরিবহনের ধাক্কায় এক স্কুল শিক্ষক নিহত হয়েছে।নিহত স্কুল শিক্ষকের নাম সুভাষ চন্দ্র কর্মকার(৭৬)। সে পাটকেলঘাটা থানার খলিষখালী ইউনিয়নের বাগমারা গ্রামের মৃত তারাপদ কর্মকারের ছেলে। মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটেছে সাতক্ষীরা -খুলনা মহা সড়কের বলফিল্ড এলাকায়।প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকাল সাড়ে ৭টার দিকে বাইসাইকেল যোগে রাস্তাপারাপার হচ্ছিল ওই শিক্ষক । এসময় সাতক্ষীরা থেকে ঢাকা গামী রোজিনা পরিবহন পিছন থেকে ধাক্কা মারে, এতে তিনি ছিটকে পড়ে গুরত্বর আহত হন। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাটকেলঘাটা পপুলার ক্লিনিকে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।তালা উপজেলা আ”লীগের দপ্তর সম্পাদক নারায়ন চন্দ্র মজুমদার বিষয়টি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে নিশ্চিত করেছে। তিনি জানান, নিহত সুভাষ চন্দ্র খলিষখালী শৈববালিকা বিদ্যালয়ে দীর্ঘদীন যাবত কৃষি শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি পাটকেলঘাটা বিদ্যাপিটে শিক্ষক হিসাবে কর্মরত। পাটকেলঘাটা থানা পরিদর্শক কাজী ওয়াহিদ মুর্শেদ সড়ক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশ হাইওয়ে পুলিশ কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক পরিবহনটি স্থানীয়দের সহযোগিতায় তারা আটক করেছে বলে জানা গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy