মিহিরুজ্জামান, জেলা প্রতিনিধি সাতক্ষীরা:
সাতক্ষীরায় ১২২ বোতল ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৬ (সিপিসি-১) এর সদস্যরা।
আটককৃত মাদক ব্যবসয়ীর মোঃ আঃ
মালেক (২৮)। সে সাতক্ষীরা কলারোয়া থানার হাটুনী গ্রামের মৃত মনতাজ আলী ছেলে।
গত ০৭ অক্টোবর ২০২০ ইং তারিখ আনুমানিক ১৬.৪৫ ঘটিকার সময় সাতক্ষীরা জেলার কলারোয়া থানাধীন হাটুনী গ্রামস্থ ধৃত আসামীর বাড়ির ১৫ গজ সামনে পাঁকা রাস্তার উপর থেকে র্যাবের সিনিয়র এএসপি মোঃ বজলুর রশীদের নেতৃত্বে র্যাব-৬, সাতক্ষীরা (সিপিসি-১) এর একটি আভিযানিক দল তাকে ১২২ বোতল ফেন্সিডিল সহ আটক করেন। জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে সাতক্ষীরা জেলার কলারোয়া থানায় হস্তান্তর করতঃ মামলা নং-০৫, তাং-০৭/১০/২০২০ইং রুজু করা হয়। র্যাবের এএসপি মোঃ বজলুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy